Nitish Kumar:অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নীতীশকে ইমেল, কলকাতা থেকে ধৃত পান বিক্রেতা

কলকাতায় বসে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি। জঙ্গি গোষ্ঠী আল কায়েদার নাম করে রীতিমতো মেইল করে এই হুমকি দেওয়া হয়েছিল। ঘটনায় তদন্তে নেমে বড়বাজার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিহার পুলিশ। ধৃতের নাম মহম্মদ জাহিদ (৫১)। জানা যাচ্ছে, ধৃত ব্যক্তি বিহারের বেগুসরাই জেলার ভগবানপুর ব্লকের বাসিন্দা। তিনি ব্যবসায়ীক সূত্রে কলকাতায় থাকতেন।

আরও পড়ুন: ‘নীতীশ ও নাইডুকে তেল দেওয়ার বাজেট, দিশা নেই’ বাংলাকে বঞ্চনা নিয়ে তোপ ফিরহাদের

পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি গত ১৬ জুলাই আল কায়েদার নাম করে সরাসরি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একটি ইমেল পাঠিয়েছিল। তাতেই মুখ্যমন্ত্রীর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই হুমকি পাওয়ার পরে নড়েচড়ে বসে বিহার পুলিশ। সচিবালয় থানার এসএইচও ২ অগস্ট অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেন। এরপরেই পুলিশ তলতে নামে। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ জাহিদের নাম জানতে পারে। তদন্তকারীরা জানতে পারেন, ৪০ বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি পানের দোকান রয়েছে জাহিদের। গ্রেফতারের পরেই জেরার মুখে পড়ে ইমেইল পাঠানোর কথা স্বীকার করে নেন জাহিদ। যে ফোন ব্যবহার করে ইমেইল পাঠানো হয়েছিল জাহিদের সেই ফোনটি ও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পাটনার এসডিপিও সুনীল কুমার বলেন, ‘আমরা একজন অভিযুক্তকে গ্রেফতার করেছি। বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠিয়েছিল। ইমেইলে তিনি তিনটি মোবাইল নম্বর উল্লেখ করেছেন। তদন্তের পরে আমরা জানতে পেরেছি যে এই নম্বরগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নির্দোষ। এই ইমেলের সঙ্গে তাদের কোনও সংযোগ ছিল না৷’ যদিও অভিযুক্ত জাহিদ তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন। তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ট্রানজিট রিমান্ডে পাটনায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও অভিযুক্ত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে মনে করা হচ্ছে, ওই ব‌্যক্তি অথবা তার আত্মীয়দের সঙ্গে বিহারের শাসক দলের নেতাদের গোলমাল হয়। সেই কারণেই সে সরাসরি বিহারের মুখ‌্যমন্ত্রীকেই হুমকির মেল পাঠায়।

উল্লেখ্য, এর আগেও হামলার শিকার হয়েছেন নীতিশ কুমার। ২০২২ সালের জুলাইয়ে পাটনার বখতিয়ারপুর শহরে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে হামলা করেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায়, নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে ঘুষি মারেন। সঙ্গেসঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।