Vinesh Phogat disqualified from Paris Olympics 2024 Prime Minister Narendra Modi reacts

প্যারিস: দিনের শুরুটা হয়েছিল সোনা জয়ের আশা নিয়ে। গোটা দেশ বিনেশ ফোগতের (Vinesh Phogat) স্বর্ণপদক জয়ের স্বপ্নে বুঁদ ছিল। কিন্তু হঠাৎই স্বপ্নভঙ্গ। বিনেশের ওজন বেশি হওয়ায় তাঁকে অলিম্পিক্স থেকে বাতিল করা হয়। অর্থাৎ তিনি সোনা কেন, কোনও পদকই পাবেন না। উপরন্তু, নিজের বিভাগে নিয়ম অনুযায়ী একেবারে সবার নীচে শেষ করবেন ভারতীয় কুস্তিগীর।

বিনেশের হাত ধরে এবারের অলিম্পিক্সে দেশের চতুর্থ পদক নিশ্চিত ছিল। কিন্তু তা হয়নি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণার অপর নাম। আজকের এই সংবাদটা খুবই বেদনাদায়ক। আমি যে কী চরম হতাশ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পাশাপাশি আমি এও জানি, যে তুমি কখনও হার মান না। সবসময় সব চ্যালেঞ্জের সামনে থেকে মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে এস। আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।’

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: একইদিনে আসতে পারে একাধিক পদক, অলিম্পিক্সে বুধবার ভারতের কে-কখন নামছেন? রইল পূর্ণাঙ্গ সূচি 

আরও দেখুন