Paris Olympics 2024 Sachin Tendulkar wants Olympic medal for Vinesh Phogat

মুম্বই: বিনেশ ফোগতের (Vinesh Phogat) অলিম্পিক্স পদক হারানো ও বাতিল হওয়া নিয়ে ভারতীয় ক্রীড়া মহলে তোলপাড়। তাঁকে ফাইনাল খেলার সুযোগ দেওয়া হোক বা যুগ্মভাবে রুপোর পদক দেওয়া হোক – জোড়া দাবি তুলে কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস (Court Of Arbitration of Sports CAS)-এর দ্বারস্থ হয়েছেন বিনেশ। ফাইনালে নামতে দেওয়ার দাবি আগেই খারিজ হয়ে গিয়েছে। তবে যুগ্মভাবে রৌপ্য পদক দেওয়ার মামলা গৃহীত হয়েছে। শুক্রবার যে মামলার শুনানি চলছে।

আর সেই পরিস্থিতিতে বিনেশকে নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দাবি তুললেন, বিনেশের রৌপ্য পদক পাওয়া উচিত। 

মাত্র ১০০-১৫০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালের দিন সকালে বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগীরের অন্তত রুপো জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। 

এবার এ নিয়ে সরব হলেন সচিন। কিংবদন্তি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। লিখেছেন, ‘প্রত্যেক খেলার আলাদা নিয়ম থাকে। সেই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সময় বিশেষে নিয়ম খতিয়ে দেখার দরকার রয়েছে। বিনেশ পরিচ্ছন্নভাবে খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয় আর সেটাও ওজনের জন্য। রুপোর পদক ওঁর প্রাপ্য। প্রাপ্য রুপোর পদক কেড়ে নেওয়া কোনও খেলোয়াড়ি যুক্তিতে মেনে নেওয়া যাচ্ছে না।’

 

সচিন জানিয়েছেন, কোনও অ্যাথলিট ডোপ করে ফাইনালে জায়গা পেলে তাঁর পদক কেড়ে নেওয়া যেতেই পারে। কিন্তু বিনেশের ক্ষেত্রে পুরো বিষয়টি আলাদা। তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েই কুস্তির ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তারপরেও তাঁর ক্ষেত্রে যেটি হয়েছে, তা ঠিক নয় বলেই সরব হয়েছেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে তাঁর আশ্বাস, বিনেশ নিশ্চয়ই ন্যায়বিচার পাবেন।

সচিন তাঁর বিবৃতিতে লিখেছেন, ‘কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস কী রায় দেয়, দেখার অপেক্ষায় রয়েছি সকলেই। আমরা সকলেই আশা করছি বিনেশ তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবেন।’                    

আরও দেখুন