Bangladesh Cricket Board writes to Army chief seeking security assurance for conduct of Womens T20 World Cup

ঢাকা: বাংলাদেশ থেকে কি সরিয়ে নেওয়া হতে পারে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Womens T20 World Cup)? সম্ভাবনা জোরাল। বিকল্প ভেন্যু নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যে খবর আগেই প্রকাশিত হয়েছে এবিপি আনন্দে।

তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের দেশেই বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠাল বিসিবি। 

বাংলাদেশে পালাবদল হয়েছে। প্রবল ছাত্র আন্দোলন ও বিক্ষোভের মুখে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগও করেছেন তিনি। আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। প্রকাশ্যে আসছে হিংসার একাধিক খবর। এই পরিস্থিতিতে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ আয়োজনের বরাত হারাতে পারে, খবর সূত্রের। তবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ধরে রাখতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে চিঠি দিয়েছে বিসিবি। টুর্নামেন্ট আয়োজনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে।

আগামী অক্টোবরে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Womens T20 World Cup) আয়োজিত হওয়ার কথা বাংলাদেশের মাটিতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা, দেশত্যাগ ও বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির পর সব দল সেখানে খেলতে যেতে রাজি হবে কি না, তা নিয়েই রয়েছে বড়সড় প্রশ্ন। যেখানে বাংলাদেশের ক্রিকেটারেরাই নিজেদের দেশে প্র্যাক্টিস করতে পারছেন না, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়ে গিয়েছে প্রশ্ন, সেখানে টি-২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট করার জন্য কতটা নিরাপদ বাংলাদেশ?

টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৩ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল ২০ অক্টোবর। ২৭ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের ওয়ার্ম আপ ম্য়াচ শুরু হয়ে যাওয়ার কথা। মাঝে আর মাত্র মাস দুয়েক সময়। যে কারণে বিকল্প ভেন্যুর কথা ভাবতে শুরু করেছে আইসিসি। এবিপি আনন্দকে আইসিসি-র মুখপাত্র জানিয়েছিলেন, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Nobel Laureate Professor Muhammad Yunus)। তারপর পরিস্থিতি পাল্টানোর আশায় বিসিবি কর্তারা। বাংলাদেশের আম্পায়ার কমিটির প্রধান ইফতেকার আমেদ মিঠু জানিয়েছেন, টুর্নামেন্ট বাংলাদেশের মাটিতেই করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

 

আরও দেখুন