Paris Olympics Manu Bhaker mother meets Neeraj Chopra rumour of their marriage ripe

প্যারিস: একজন ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট হিসাবে নিজেকে কার্যত প্রতিষ্ঠিত করে ফেলেছেন। অন্য়জন স্বাধীনতার পর ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাসে নাম লিখেছেন।

সেই নীরজ চোপড়া (Neeraj Chopra) ও মনু ভাকেরের (Manu Bhaker) কি এবার বিয়ে হতে চলেছে?

একটি ভিডিও সামনে আসতেই সেই জল্পনা তুঙ্গে। যেখানে মনু ভাকেরের মাকে দেখা গিয়েছে নীরজ চোপড়ার সঙ্গে কথা বলতে।

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। তাঁর আগে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে সোনা জয়ের নজির ছিল একমাত্র অভিনব বিন্দ্রার। তবে সেটা ছিল শ্যুটিংয়ে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজই। প্যারিস থেকেও তিনে জিতেছেন রুপো। পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জিতে নিয়েছেন। তবু নীরজের কৃতিত্ব এতটুকু কমছে না। কারণ, চোট নিয়ে খেলেও দেশের হয়ে পরপর দুই অলিম্পিক্সে পদক জিতেছেন নীরজ। 

অন্যদিকে মনু মহিলাদের ১০ মিটার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ১০ মিটার পিস্তলের মিক্সড বিভাগে সর্বজ্যোৎ সিংহকে নিয়েও ব্রোঞ্জ জিতেছেন। 

রবিবার থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সেখানে দেখা যাচ্ছে, মনুর মা সুমেধা ভাকের দেখা করে কথা বলছেন নীরজের সঙ্গে। দুজনের দেখা হয় প্যারিসে। মনুর সঙ্গেও নীরজের বন্ধুত্ব তৈরি হয়েছে বলে খবর। যার সূত্রপাত প্রেমের শহর প্যারিসেই।

নীরজের সঙ্গে মনুর মা-কে কথা বলতে দেখেই উৎসাহিত নেটিজেনরা প্রশ্ন করছেন, ‘বিয়ের পাকা কথা হয়ে গেল?’ সকলে ধরেই নিয়েছেন যে, মেয়ের সঙ্গে নীরজের বিয়ের কথা সেরে ফেলেছেন সুমেধা।

প্যারিস অলিম্পিক্সে মনুর কীর্তিকে স্বীকৃতি দিতে তাঁরে সমাপ্তি অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতের পতাকা বাহক করা হয়েছিল। ব্রোঞ্জ জয়ী হকি দলের গোলরক্ষর পি আর শ্রীজেশের সঙ্গে। প্রথমে ঠিক হয়েছিল, মনুর সঙ্গে নীরজই ভারতের পতাকা বহন করবেন। পরে অবশ্য শ্রীজেশকে পতাকাবাহক করার প্রস্তাবে রাজি হয়ে যান নীরজ।

 

তারপরই মনুর মায়ের সঙ্গে নীরজের কথাবার্তার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, নীরজের হাত ধরে কথা বলছেন মনুর মা সুমেধা। মেয়ের সঙ্গে নীরজের ছবিও তুলে দিচ্ছেন। তাতে কেউ কেউ মন্তব্য করেন, বিয়ের কথাবার্তা চলছে। একজন লেখেন, ‘ভারতীয় মা মেয়ের বিয়ের জন্য সফল পাত্র খুঁজে পেয়েছেন।’

আরও দেখুন