Former England cricketer Graham Thorpe took his own life reveals wife of the dead cricketer

লন্ডন: গোটা ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল খবরটি। জানা গিয়েছিল, মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের নামী ক্রিকেটার গ্রাহাম থর্প (Graham Thorpe)। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যে খবর। শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ক্রিকেটের ২২ গজ।

তবে এবার আরও চাঞ্চল্যকর খবর দিলেন প্রয়াত ক্রিকেটারের স্ত্রী আমান্দা থর্প। দাবি করলেন, থর্প নিজেই নিজেকে শেষ করেছেন। দীর্ঘ অসুস্থতা ও মানসিক অবসাদের কারণে!

৫৫ বছরের ক্রিকেটারের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিলই। তা আরও বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় তাঁর দীর্ঘ অসুস্থতার জন্য। অবসাদ তাঁকে গ্রাস করেছিল। জানিয়েছেন গ্রাহাম থর্পের স্ত্রী আমান্দা। গত ২ বছর ধরে তাঁর পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছিল বলেও জানিয়েছেন আমান্দা।

প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে ৫ অগাস্ট গ্রাহাম থর্পের মৃত্যু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন আমান্দা। বলেছেন, ‘স্ত্রী ও দুই মেয়েকে অসম্ভব ভালবাসত গ্রাহাম। স্ত্রী ও মেয়েরাও ওকে ভালবসত। তা সত্ত্বেও ভাল হয়ে উঠল না ও। গ্রাহাম এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে, ও বিশ্বাস করতে শুরু করেছিল ওকে ছাড়া আমরা ভাল থাকব। আমরা মর্মাহত কারণ ও নিজেকে শেষ করে দেওয়ার রাস্তাই বেছে নিয়েছিল।’ 

 

গত শনিবার ফার্নহাম ক্রিকেট ক্লাব ও চিপস্টেড ক্রিকেট ক্লাবের ম্যাচের আগে থর্পের স্মৃতিতে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমান্দাও। সঙ্গে দুই মেয়ে, ২২ বছরের কিট্টি ও ১৯ বছরের এম্মা। আমান্দা বলেছেন, ‘গত ২ বছর ধরে গুরুতর উদ্বেগ আর মানসিক অবসাদে ভুগছিল গ্রাহাম। ২০২২ সালের মে মাসে ও আত্মহত্যার চেষ্টা করেছিল। যে কারণে ওকে দীর্ঘদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকতে হয়েছিল।’

আরও পড়ুন: নীরজের সঙ্গে মেয়ের বিয়ের পাকা কথা সেরে ফেললেন মনু ভাকেরের মা? ভাইরাল ভিডিও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন