Narendra Modi: ভারতে বসছে অলিম্পিক্সের আসর? স্বাধীনতা দিবসের দিনেই নতুন স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

<p><strong>নয়াদিল্লি:</strong> প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। টোকিওতে এসেছিল ৭টি পদক। সামগ্রিকভাবে ভারতের অ্যাথলিটরা গত কয়েকটি অলিম্পিক্সে বেশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এবার স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর শোনালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০৩৬ অলিম্পিক্স যেন ভারতের আয়োজন করা হয়, সেই স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে বার্তা দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামীতে অলিম্পিক্সের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য সবরকম প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন।&nbsp;</p>
<p>উল্লেখ্য, ২০২৮ অলিম্পিক্স আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালে অলিম্পিক্স আয়োজিত হওয়ার কথা ব্রিসবেনে। আর ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে রয়েছ ভারতের সঙ্গে কাতার, সৌদি আরব ও তুরস্ক। এই বিষয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, ”আগামী ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন দেখেছি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়িত করার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভাল ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে এর আগে। এতেই প্রমাণ হয়েছে যে এই দেশের বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার ক্ষমতা অবশ্যই রয়েছে।”</p>
<p>&nbsp;</p>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">PM <a href="https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> congratulates Olympians for a good show in Paris Games. <a href="https://twitter.com/hashtag/IndependenceDay2024?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndependenceDay2024</a> <a href="https://twitter.com/hashtag/IndependenceDayWithDD?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndependenceDayWithDD</a> <a href="https://t.co/s0zO53EBRB">pic.twitter.com/s0zO53EBRB</a></p>
&mdash; DD News (@DDNewslive) <a href="https://twitter.com/DDNewslive/status/1823935075232178373?ref_src=twsrc%5Etfw">August 15, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>এবারের প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে রুপো জিতেছেন নীরজ চোপড়া। টোকিওতে যদিও সোনা জিতেছিলেন নীরজ। এছাড়াও হকিতে ব্রোঞ্জ জিতেছে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। টোকিওতেও তাঁরা ব্রোঞ্জ জিতেছিল। শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে ও কুস্তিতে ব্রোঞ্জ এসেছে আমন শেহরাওযাতের হাত ধরে।&nbsp;</p>
<div id="video_ad_2" class="adbox mt-24">
<div class="AV6487190112c42192b00e4748">
<div id="aniBox">
<div id="aniplayer_AV6487190112c42192b00e4748-1723707227708">
<div id="aniplayer_AV6487190112c42192b00e4748-1723707227708Wrapper" class="avp-floating-container avp-move-left-enter-done" tabindex="0">&nbsp;</div>
</div>
</div>
</div>
</div>