Mumbai Local Train: টিটিই-র সঙ্গে দুর্ব্যবহার লোকাল ট্রেনের যাত্রীদের, অবশেষে চাইলেন ক্ষমা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মুম্বইয়ে পশ্চিম রেলওয়ের এসি লোকাল ট্রেনে তিন যাত্রী দুর্ব্যবহার করছেন এবং টিকিট পরীক্ষককে ধাক্কা দিচ্ছেন।তবে যাত্রীদের দ্রুত ধরা হয় এবং তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

পশ্চিম রেলওয়ে নিশ্চিত করেছে যে টিকিট পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা যাত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

‘ভাইরাল ভিডিওতে টিকিট পরীক্ষক জসবীর সিংয়ের সাথে দুর্ব্যবহার করা যাত্রী তার কৃতকর্মের জন্য লজ্জা প্রকাশ করেছেন। টিকিট পরীক্ষক জসবীর সিংয়ের সঙ্গে আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

কী ভাবে ঘটল এই ঘটনা?

গত ১৫ অগস্ট প্রথম শ্রেণির টিকিটসহ তিন যাত্রী ধরা পড়েন। তারা এসি লোকাল ট্রেনের কামরায় উঠেছিলেন। কিন্তু সেখানে ভাড়া বেশি। পশ্চিম রেলের সিপিআরও বিনীত অভিষেক জানিয়েছেন, ভাড়ার পার্থক্য ও জরিমানা পরিশোধ করতে বলা হলে তিনজন অসংলগ্ন যাত্রী ঝামেলা সৃষ্টি করেন এবং টিটিইর সঙ্গে দুর্ব্যবহার করেন।

রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) হস্তক্ষেপ করে এবং দুর্ব্যবহারকারী যাত্রীরা চলে যাওয়ার আগে ক্ষমা চেয়ে লেখেন।

‘আমি যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে এবং কর্মীদের সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ করছি, কর্মীদের সাথে দুর্ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ,’ কর্মকর্তা বলেছেন।

পশ্চিম রেলওয়ে যাত্রীদের তাদের দায়িত্ব পালনে রেল কর্মচারীদের সহযোগিতা করার পরামর্শ দিয়েছে। রেলকর্মীদের বিরুদ্ধে কোনও দুর্ব্যবহার শুধু নৈতিকভাবেই নয়, শাস্তিযোগ্য অপরাধও।

ঘটনায় সরগরম সোশ্যাল মিডিয়া

এই ঘটনার প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় সরগরম, ব্যবহারকারীরা এই আইনের সমালোচনা করেছেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘ক্ষমা চাইছি আর ওদের ছেড়ে দেওয়া হয়েছে? ‘কর্তব্যরত সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার’ অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়নি?

তবে অনেকেই রেলের ভাড়া নিয়ে বিভ্রান্তির কথা তুলে ধরেছেন, একজন ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, ‘রেলের অন্তত এসি এবং প্রথম শ্রেণির টিকিট একই দামে রাখা উচিত … এটা খুবই বিভ্রান্তিকর!’