AC Collapse viral video: দিল্লির রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা, মাথার ওপর ভেঙে পড়ল এসি, মৃত্যু যুবকের, আহত ১

দিল্লির রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি বাড়ির নিচে দাঁড়িয়ে থাকার সময় এক যুবকের মাথার উপর আচমকা ভেঙে পড়ল এসি মেশিনের ইউনিট। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়াও ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। শনিবার ঘটনাটি ঘটেছে করোলবাগ এলাকায়। একটি বাড়ির দ্বিতীয় তল থেকে এসি মেশিন ভেঙে পড়ে। মৃত যুবকের নাম জিতেশ। তিনি ডোরিওয়ালা এলাকার বাসিন্দা। এছাড়াও এই ঘটনায় আহত কিশোরের নাম প্রণশু। তারা দুজনে ওই বাড়ির নিচে দাঁড়িয়ে গল্প করছিলেন। সেই সময় আচমকা ভেঙে পড়ে এসি মেশিন।

আরও পড়ুন: মালদায় ভয়ংকর পথ দুর্ঘটনা, মুণ্ডু কেটে ছিটকে পড়ল রাস্তায়, নিহত ৬ জন, আহত ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই স্থনীয়রাই দুজনকে হাসপাতালে নিয়ে যান। প্রণশুকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার দৃশ্য ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যা ৬.৪০ টা নাগাদ জিতেশ তার স্কুটারে বসে প্রণশুর সঙ্গে কথা বলছে। সেই সময় ওই এসির আউটডোর ইউনিট দ্বিতীয় তল থেকে জিতেশের মাথার উপরে ভেঙে পড়ে। এরফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, তার বন্ধুও আঘাত পায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।

এই ঘটনায় দেশবন্ধু গুপ্ত থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও ফরেন্সিক দল দুর্ঘটনাস্থল পরীক্ষা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১২৫ (এ) (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কাজ) এবং ১০৬ (অবহেলায় মৃত্যু ঘটানো)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রণশু এই মামলায় জবানবন্দি দিতে সক্ষম নয়। কারণ সে গুরুতর আঘাতের জন্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, এসি থেকে আরও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে গুরুগ্রামের ভন্ডসিতে। জানা যায়, একটি এসি মেশিনে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তার ফলে শুক্রবার একজন ব্যক্তি পুড়ে মারা গিয়েছেন। উল্লেখ্য, গ্রীষ্মের তাপপ্রবাহের সময়ও এসিতে আগুন বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিনের ঘটনায় পুলিশ তদন্ত করছে। বিপজ্জনক অবস্থায় থাকার পরেও এসি কেন মেরামত করা হয়নি তাই নিয়ে প্রশ্ন উঠেছে।