কুমিল্লার বাহারের বিরুদ্ধে সাংবাদিকদের মামলা

সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও দানব খ্যাত আকম বাহা উদ্দিন বাহারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেছেন নির্যাতিত এক সাংবাদিক। দানব বাহার ছাড়াও মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলাল মাহমুদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। 

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার আদালতে এ মামলাটি দায়ের করেন কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান।

কুমিল্লার এক নং আমলী আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন মাঠে কাজ করছেন। বিগত ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সাবেক এমপি বাহারের হুকুমে বিএনপির জামাতের উপর গুলি ককটেল বিষ্ফোরক করে রণক্ষেত্রে পরিণত করে। এ সময় ত্রিমুখী সংঘর্ষের সময় সাংবাদিক বাহারসহ বেশ কিছু লোক আহত হয়। তখন সাংবাদিক বাহার আহতবস্থায় সংঘর্ষের ভিডিও চিত্র ধারন করার সময় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহারকে মারধরসহ ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া অন্যান্য সময় তার উপর একাধিকবার হামলা ও মানসিক নির্যাতন করা হয়।

সাংবাদিক বাহার রায়হান মামলার অভিযোগে আরো জানান, ২০১৫ সালের ওই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সাংসদ বাহার। যে কারণে মামলা করতে সময় ক্ষেপণ হয়েছে। এছাড়া সাবেক এমপি বাহার কুমিল্লার জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ কয়েকজনের বিরুদ্ধে অনেক মামলা-হামলা করেছে।

এ নিয়ে গত তিন দিনে কুমিল্লায় সাবেক এমপি বাহার ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। আরো মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বর্তমানে সাবেক এমপি বাহার লন্ডনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

 



মুনতাসির/সাএ