Pro-Khalistani Targated: নিজ্জরের খলিস্তানপন্থী সঙ্গীকে টার্গেট করে গুলি ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে! ট্রাকে সফরকালে হামলা

খলিস্তানপন্থী নেতা তথা হরদীপ সিং নিজ্জরের সঙ্গী হিসাবে পরিচিত সতিন্দর সিং রাজুর ওপর অতর্কিত গুলি হামলা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ঘটনা গত ১১ অগস্টের। সেদিন একটি পিক আপ ট্রাকে সফর করছিলেন সতিন্দর। এরপর ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে তাঁকে টার্গেট করে গুলি করা হয় বলে খবর। তবে সেই হামলার পরও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলে খবর।

বেশ কিছু রিপোর্টের দাবি, সতিন্দর সিং রাজু, ‘শিখস ফর জাস্টিস’ এর সদস্য। তিনি সদ্য গত ১১ অগস্ট যে ট্রাকে সফর করছিলেন, সেই ট্রাক টার্গেট করে তাকে গুলিতে ঝাঁঝরা করার চেষ্টা হয় বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে, ‘জিও নিউজ’এ। খলিস্তানি রেফারেন্ডাম তৈরির ক্ষেত্রে রাজু সক্রিয় সদস্য ছিলেন বলেও খবর। ‘ক্যালিফোরনিয়া হাইওয়ে পেট্রোল’ এর সূত্র থেকে এই হামলার খবর উঠে আসে। জানা যাচ্ছে, রাজুকে টার্গেট করে ৪ থেকে ৫ বার গুলি চালানো হয়েছে। খলিস্তানপন্থী অপর নেতা গুরুপতওয়ান্ত পান্নুন এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি রাজুকে, নিজ্জরের ঘনিষ্ঠ বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানাচ্ছে, গত ২০২৩ সালের ১৮ জুন নিজ্জরের হত্যার পর রাজু অক্টোবর পর্যন্ত একটি শহরে গা ঢাকা দিয়েছিলেন। সেই জায়গা ক্যালিফোর্নিয়ার ইয়োলে কাউন্টির উডল্যান্ড। সেখানেই তিনি রেফারেন্ডাম তৈরির কাজে ব্যস্ত ছিলেন। 

(Wrong UPI Address Issue: ভুল ইউপিআই অ্যাড্রেসে পাঠিয়ে ফেলেছেন টাকা? ফেরত পাওয়ারও রাস্তা আছে! রইল RBIর নয়া নিয়ম )

পান্নুনের দাবি, রাজুকে নিশানা করেছে ভারত সরকার। এদিকে, রাজুর ওপর হামলার জেরে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি বলে খবর। এদিকে, এই ঘটনার ঠিক একদিন আগে, সারেতে রাঘবীর নিজ্জরের বাড়িতে হয়েছে হামলা। উল্লেখ্য, সারের গুরুনানক শিখ মন্দিরের প্রাক্তন প্রেসিডেন্ট রাখবীর। এই মন্দিরের সঙ্গে নিজ্জরেরও যোগ ছিল বলে বহু রিপোর্টের দাবি। উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জরের গ্রামেরই বাসিন্দা রাঘবীর। বহু রিপোর্টের দাবি, তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদিও তার সত্যতা জানা যায়নি।  তাঁর বাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি বর্ষণ হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, ঘটনাটি রাত ৩.১০ নাগাদ হয়েছে। ১০ অগস্টের এই ঘটনার পরই ১১ অগস্ট রাজুর ওপর হামলা। দুই ঘটনাই খলিস্তান আন্দোলনের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, নিজ্জর হত্যার জেরে দিল্লি, ওটাওয়ার সম্পর্কে পতন দেখা গিয়েছিল। তবে রাজুর ওপর হামলার ঘটনার জেরে পরিস্থিতি কোন দিকে যায়,সেদিকে তাকিয়ে বিশ্ব কূটনীতি।