Rahul Gandhi Citizenship: রাহুল গান্ধী কি ব্রিটিশ? সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনে মান্য়তা, মামলা উঠবে কোর্টে

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তবে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই মামলাটি তালিকাভুক্ত করা হোক। আসলে সুব্রহ্মণ্যম স্বামী হাইকোর্টের তরফে একটি নির্দেশ চেয়েছিলেন যেখানে তাঁর করার মামলাটি কোন পর্যায়ে রয়েছে সেটা তিনি জানতে চেয়েছিলেন। 

আইনি ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চের একটি প্রতিবেদন অনুসারে, সুব্রহ্মণ্যম স্বামী ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছিলেন যেখানে তিনি দাবি করেছিলেন যে ২০০৩ সালে ব্যাকপস লিমিটেড নামে একটি সংস্থা যুক্তরাজ্যে নিবন্ধিত হয়েছিল আর কংগ্রেস সাংসদ ছিলেন এর অন্যতম ডিরেক্টর ও সেক্রেটারি।

সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, ২০০৫ সালের ১০ অক্টোবর এবং ২০০৬ সালের ৩১ অক্টোবর সংস্থার বার্ষিক রিটার্নে দেখা যায়, রাহুল গান্ধী তাঁর নাগরিকত্ব ব্রিটিশ বলে ঘোষণা করেছেন। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্টে স্বামীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি ব্যাকপস লিমিটেডের বিলুপ্তির আবেদনে গান্ধীর জাতীয়তা আবার ব্রিটিশ বলে ঘোষণা করা হয়েছিল।

স্বামী অভিযোগ করেছেন যে এটি ভারতীয় সংবিধানের ৯ নং অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিকত্ব আইন, ১৯৫৫ লঙ্ঘন করেছে। রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালের ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রক রাহুল গান্ধীকে চিঠি লিখে পনেরো দিনের মধ্যে এই বিষয়ে প্রকৃত অবস্থান জানাতে বলেছিল। 

বিজেপির অভিযোগ, তাঁর চিঠির পাঁচ বছর পরেও রাহুল গান্ধীর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে কিছু জানায়নি।

রাহুল গান্ধী পাঁচবার সাংসদ ছিলেন, ২০০৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে তিনবার আমেঠির প্রতিনিধিত্ব করেছিলেন, যখন তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন। কেরলের ওয়ানাড থেকে নির্বাচিত হয়েছেন তিনি। 

উত্তরপ্রদেশে কংগ্রেসের শক্ত ঘাঁটি রায়বরেলি থেকে নির্বাচিত রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। কংগ্রেস ৯৯ টি আসন পায়। ইন্ডিয়া জোটের সদস্য হল কংগ্রেস। ১০ বছর পর বিরোধী দলনেতা পেল কংগ্রেস।