Alzheimer: অ্যালজাইমার চিকিৎসার ক্ষেত্রে আনা হল বিপ্লব, গবেষণায় খুশি চিকিৎসকরা

অ্যালজাইমার রোগ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষকে প্রভাবিত করে রেখেছে। এই রোগটি প্রাণঘাতী না হলেও এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে কারণ অ্যালজাইমার হওয়ার সব থেকে বড় লক্ষণ হল, স্মৃতি ভ্রম হওয়া। এতদিন এই রোগের সঠিক ওষুধ না থাকলেও সম্প্রতি একটি গবেষণায় এই রোগটি একটি ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে।

অ্যালজাইমার কী? 

 

অ্যালজাইমার হল এটি অপেক্ষায় জনিত মস্তিষ্কের ব্যাধি, যা স্মৃতিশক্তি হ্রাস করে, চিন্তাভাবনা দুর্বল করে এবং মেজাজ এবং আচরণের পরিবর্তন করে দেয়। এটি ডিমেনশিয়ার সব থেকে সাধারণ রূপ। রোগটি গুরুতর হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

(আরও পড়ুন: এই সাবানই দারুণ কাজ করবে ত্বকের ক্যানসারের বিরুদ্ধে, বানিয়ে ফেলল ১৫ বছরের কিশোর! টাইম ম্যাগাজিনের বর্ষসেরার সম্মান)

কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন এটি? 

 

অ্যালজাইমার রোগের তেমন কোনও প্রতিকার নেই, তবে প্রতিরোধ করার উপায় আছে কিছু। নির্দিষ্ট জীবনধারা বদল আপনাকে এই রোগে ঝুঁকি কমাতে সাহায্য করবে। ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার মত অভ্যেস আপনাকে দূরে রাখতে সাহায্য করবে অ্যালজাইমার থেকে।

অ্যালজাইমার রোগের কারণ : 

 

মস্তিষ্কের এই সমস্যাটি লক্ষণ প্রকাশ হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। সঠিক কারণ এখনও অজানা থাকলেও এই রোগটি ধীরে ধীরে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলতে শুরু করে। স্মৃতি সম্পর্কিত এই সমস্যা বয়সের সাথে সাথে বাড়তে শুরু করে। অনেক সময় দৃষ্টি বা ভাষার সমস্যা হয় এই রোগটি হলে।

(আরও পড়ুন: বর্ষায় শরীরের পাশাপাশি চোখেও দেখা যায় সংক্রমণ, কীভাবে আটকাবেন এটি)

অ্যালজাইমার রোগ প্রতিরোধে গবেষণা 

 

সম্প্রতি অ্যান্টিকালিন, যা H1GA নামেও পরিচিত, সেটি ইঁদুরের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ – এর বিজ্ঞানীরা। যদিও এটি মানুষের জন্য উপলব্ধ নয় তবে ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে সফলতা অর্জন করেছেন গবেষকরা। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখেছেন, ইঁদুরের স্বাস্থ্যের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। গবেষকরা জীবিত ইঁদুরের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছেন যাতে প্রমাণিত হয়েছে অ্যান্টিকালিন অ্যালজাইমার রোগের জন্য সফল ওষুধ হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে পারবে ভবিষ্যতে।