Lausanne Diamond League 2024 Neeraj Chopra in javelin throw event when and where to watch live

লুজ়ান: প্যারিস অলিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। পরপর দুই অলিম্পিক্সে পদক জিতে নজির গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তবে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি জানিয়েছিলেন, কুঁচকির চোটে ভুগছেন। সেই জন্য নিজের সেরাটা দিতে পারেননি প্যারিসে।

সেই নীরজ চোপড়া বৃহস্পতিবার ফের নামছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। লুজ়ান ডায়মন্ড লিগে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় তারকা। শুক্রবার স্যুইৎজ়ারল্যান্ডে কীরকম পারফর্ম করেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট, সেদিকে চেয়ে রয়েছেন সকলে। 

প্যারিস অলিম্পিক্সের সেরা পাঁচ-ছজন তারকা প্রতিদ্বন্দ্বিতা করবেন লুজ়ান ডায়মন্ড লিগে। যার মধ্যে থাকবেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী গ্রেনাদার অ্যান্ডারসন পিটার্স। তবে অলিম্পিক্সে বিশ্বরেকর্ড করে সোনা জেতা পাকিস্তানের আর্শাদ নাদিম নামছেন না লুজ়ান ডায়মন্ড লিগে। তিনি এই প্রতিযোগিতায় না নামার কথা আগেই জানিয়েছেন।

নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ভারতীয় সময় রাত ১২.১২-তে। ভারতে সরাসরি সম্প্রচারও হবে। চলতি মরশুমে এটা নীরজের পঞ্চম প্রতিযোগিতা। প্যারিস অলিম্পিক্সে ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো জিতেছিলেন। অলিম্পিক্সে ভারতের হয়ে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া অ্যাথলিট নীরজই। টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর যিনি প্যারিসে রুপো জিতেছিলেন। 

কী প্রতিযোগিতা

লুজ়ান ডায়মন্ড লিগ

কার খেলা

ভারতের নীরজ চোপড়া নামছেন জ্যাভলিনে

কখন খেলা

ভারতীয় সময় রাত ১২.১২ মিনিটে হবে নীরজের ইভেন্ট

কোথায় দেখবেন

ভারতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে খেলা

অনলাইন স্ট্রিমিং

যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না তাঁরা মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাবেন সরাসরি স্ট্রিমিং

প্যারিস অলিম্পিক্সের পর নীরজ জানিয়েছিলেন তিনি দীর্ঘমেয়াদি চোটে ভুগছেন। সেই কারণেই নিজের সেরাটা দিতে পারেননি।  অলিম্পিক্সে রুপো জেতার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ও এই চোটের কথা জানিয়েছিলেন ভারতীয় তারকা অ্যাথলিট। তবে চোট নিয়েই খেলা চালিয়ে যাবেন নীরজ। প্রথমে অস্ত্রোপচারের কথা ভাবলেও এখনই সেই পথে হাঁটছেন না তিনি। 

নীরজ অলিম্পিক্সের পরেই চোট সারাতে দলের সঙ্গে কথা বলে অস্ত্রোপ্রচার করাবেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি আমার দলের সকলের সঙ্গে কথা বলে প্রয়োজনমতো একটা সিদ্ধান্ত নেব। আমার শরীরের যা পরিস্থিতি, চোট নিয়েই খেলে চলেছি।’

আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন ‘নায়ক’ শিলাদিত্য

আরও দেখুন