সহকারী কোচ হিসেবে ভারতের শ্রীধরকে নিলো আফগানিস্তান

আসন্ন নিউজিল্যান্ড ও আফগানিস্তান সিরিজের জন্য ভারতের আর শ্রীধরকে সহকারী কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। শ্রীধর ২০১৪-২১ সাল পর্যন্ত রবি শাস্ত্রীর কোচিং প্যানেলে সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন। 

সাবেক ইংল্যান্ড ব্যাটার জনাথন ট্রটের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরের ৯ তারিখ একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানরা। তার পর ১৮ সেপ্টেম্বর শারজায় প্রোটিয়াদের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

৫৪ বছর বয়সী শ্রীধর ভারতের সাবেক বামহাতি স্পিনার। তিনি মূলত ভারতের ঘরোয়া ক্রিকেটে হায়দরাবাদের হয়ে খেলেছেন ১৯৯০ সালের দিকে। কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতের বয়সভিত্তিক দলের সঙ্গে ছিলেন। তাছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীধর লেভেল-৩ সার্টিফিকেটধারী কোচ। 

আফগানিস্তান ক্রিকেট জানিয়েছে, শ্রী ধররের এই দায়িত্ব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনা আছে।