Pakistan vs Bangladesh 1st test babar azam dismisses for zero run his poor form continues

রাওয়ালপিণ্ডি: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। রাওয়ালিপিণ্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান বোর্ডে তুলে নিল পাক শিবির। তবে ব্য়াট হাতে ব্যর্থ পাক অধিনায়ক বাবর আজম। খাতাই খুলতে পারলেন না। নিজের টেস্ট কেরিয়ারে অষ্টমবার শূন্য় রানে প্যাভিলিয়নে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক।

ইনিংসের অষ্টম ওভারে বাবরের উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশের শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাবর। একহাতে দুর্দান্ত ক্যাচ লুফে নিলেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার। বাবর ফিরে যাওয়ার পর ৮.২ ওভারের মধ্যে পাকিস্তানের স্কোরলাইন হয়ে যায় ১৬/৩। এরপর যদিও সৈয়ম আয়ুব ও সৌদ শাকিল মিলে দলের স্কোর ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান বোর্ডে তুলে নেয়। দিনের শেষে অর্ধশতরান করে ক্রিজে আছেন শাউদ শাকিল ও ২৪ রান করে অপরাজিত থেকে ক্রিজে আছেন মহম্মদ রিজওয়ান। 

 

এদিকে শূন্য রানে আউট হওয়ার পর বাবর আজমকে ট্রোলের শিকার হতে হল। ‘জিম্বাবাবর’ আখ্যা দিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল করা হল পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ককে। আসলে এটা বলতে বোঝানো হয়েছে জিম্বাবোয়ের মত দুর্বল দলের বিরুদ্ধেই শুধুমাত্র বড় ইনিংস খেলতে পারেন বাবর। কিন্তু এমনিতে তাঁর ব্যাটে রানই নেই। 

 

 

পাকিস্তানের হয়ে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন আব্দুল শাফিক ও শায়িব আয়ুব। শাফিক মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক শান মাসুদও ৬ রান করে ফিরে যান। শায়িম ৫৬ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান পাক ওপেনার। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটো উইকেট উইকেট নেন শরিফুল ও হাসান মাহমুদ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই এবার খেলতে নেমেছে বাংলাদেশ দল।

আরও পড়ুন: স্ত্রী-কন্যাকে পাশে নিয়ে জ্বালালেন মোমবাতি, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন সৌরভ

আরও দেখুন