Viral skin care video: মল দিয়ে স্কিন কেয়ার করলেন এক মহিলা! ‘থেরাপি দরকার’, বললেন নেটিজেন

প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন মেনে চলা ভীষণ আবশ্যক। ক্লিনজিং, টোনিং, মশ্চারাইজিং এই তিনটি পদক্ষেপে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। তবে অনেকেই আছেন যারা বাজার চলতি, প্রোডাক্ট ব্যবহার না করে ব্যবহার করেন ঘরোয়া প্রোডাক্ট।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন একটি ভিডিয়ো, যা দেখে আপনি আশ্চর্য কতটা হবেন তা বলা যাচ্ছে না, তবে আপনি যে ঘেন্নায় চোখ বন্ধ করে দেবেন তা হলফ করে বলা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ব্রাজিল মডেল ডেবোরা পিক্সটোর, যিনি নিজের মল দিয়ে ফেসিয়াল করেছেন সারা মুখে।

(আরও পড়ুন: দেশের সব ব্র্যান্ডেড নুন ও চিনিতে রয়েছে মাইক্রোপ্লাস্টিক! উদ্বেগজনক তথ্য উঠে এল গবেষণায়)

জানা গেছে, বার্ধক্যের ছাপ আটকানোর জন্য এই ফেসিয়ালটি করেছেন তিনি। যদিও এর আগে মাসিকের রক্ত মুখে ব্যবহার করার জন্য ভাইরাল হয়েছিলেন এই ব্রাজিলিয়ান মডেল। মল ব্যবহার করলে বার্ধক্যের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যায় এক নিমেষে, এমনটাই দাবি করেছেন ওই ব্রাজিলিয়ান মডেল।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই মডেল ফ্রিজ থেকে একটি ছোট পাত্র বার করে নিয়ে আসছেন। বোঝাই যাচ্ছে ওই পাত্রতে রয়েছে মল। তারপর তিনি পাত্র থেকে মল বের করে অল্প অল্প করে সারা মুখে মাখাচ্ছেন। যেমন ফেসপ্যাক ব্যবহার করা হয়, ঠিক তেমনভাবেই মুখে লাগাচ্ছেন তিনি। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিচ্ছেন।

লন্ডনের ক্যাডোগান ক্লিনিকের এক চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোফি মোমেন বলেন, ‘আমরা অনেক প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে দেখি মানুষকে। কিন্তু আমার দেখা এটি সবথেকে অদ্ভুত একটি প্রক্রিয়া। তবে ফেসমাস্ক হিসাবে মল ব্যবহার করে ত্বকের কোনও সমস্যার সমাধান হয় কিনা তা জানা নেই আমাদের। তবে এটি ত্বকের ক্ষতি করে দিতে পারে।’

(আরও পড়ুন: ‘কুকুরের জন্য ভয়ানক পরিস্থিতি’, লোকসভায় বললেন বিজেপি সংসদ অতুল গর্গ)

প্লাস্টিক সার্জেন মিস্টার টুঙ্ক তীর্যকি বলেন, ‘মলের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবী ত্বকের তথা শরীরের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। মুখে মল প্রয়োগ করলে মলের মধ্যে থাকা রোগ জীবাণু গুলি মুখের কাটা অংশে বা শ্লেষ্মা ঝিল্লীর মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে, যা ত্বকের ক্ষতি করতে পারে ব্যাপকভাবে। আমার জীবনে দেখা সবথেকে বড় পাগলামির মধ্যে একটি এটি।’