অন্তর্বর্তী সরকারের ৪ কমিটি গঠন: কোনোটিতে নেই এম সাখাওয়াত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিসহ (একনেক) চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে গুরুত্বপূর্ণ এসব কমিটির কোনোটিতেই জায়গা হয়নি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এসব কমিটি গঠন-সংক্রান্ত পৃথক গেজেট প্রকাশিত হয়েছে।

কমিটিগুলো হচ্ছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রথম দফায় শপথ নেওয়া উপদেষ্টা পরিষদের সদস্য এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে দফতর পুনর্বণ্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রথম দফার বণ্টনে উপদেষ্টা পরিষদে সাখাওয়াত হোসেনের অবস্থান অষ্টম হলেও গত ১৬ আগস্টের পুনর্গঠনে তার ক্রমিক হয়েছে ১৪।

অন্যদিকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া কোটা আন্দোলনকারীদের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অবস্থান ক্রমিক প্রথম দফায় শেষের দিকে থাকলেও পুনর্বণ্টনে তাদের এগিয়ে আনা হয়েছে।

প্রথম দিন শপথ নেওয়া ১৩ জন উপদেষ্টার মধ্যে তাদের অবস্থান ছিল যথাক্রমে ১২ ও ১৩তম। পরে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়িয়ে এই সংখ্যা ২০ করা হলেও তাদের অবস্থান রাখা হয়েছে ১১ ও ১২তম অবস্থানে।

এদিকে গতকাল বুধবার (২১ আগস্ট) গঠিত চারটি গুরুত্বপূর্ণ কমিটির তিনটিতে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এর মধ্যে একনেক ও আইনশৃঙ্খলা দুটি কমিটিতেই তারা রয়েছেন।

এর বাইরে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে আসিফ মাহমুদ এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে নাহিদ ইসলাম জায়গা পেয়েছেন।