Manu Bhaker Shares Image With Legenday Boxer MC Mary Kom get to know full story

মুম্বই: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) জোড়া পদক জিতেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টে ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। এরপরই দেশে ফেরার পর থেকে তাঁকে সবার নয়নের মণি মনু ভাকের (Manu Bhaker)। এরই মধ্যে নীরজ চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা উঠেছে। এবার কিংবদন্তি মহিলা বক্সার এমসি মেরি কমের সঙ্গে দেখা করলেন মনু ভাকের। 

বৃহস্পতিবার নিজের সোশ্য়াল মিডিয়াতে মনু মেরি কমের সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছেন। ২২ বছরের তরুণী শ্যুটার নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ”তোমার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা দুর্দান্ত দিদি। অলিম্পিক্স ও অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে তোমার সঙ্গে। তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে। চলো একটা ওয়ার্ক আউট সেশন দ্রুত শুরু করি আমরা।”

 


প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জেতার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েছেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিক্স মরশুমে জোড়া পদক জয়ের নজির গড়েছিলেন। অন্য়দিকে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম। 

গত প্যারিস অলিম্পিক্সে ভারত ৬টি পদক জিতেছিল। সেই পদকের শুরুটা হয় মনুর হাত ধরেই। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু। মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিংহয়ের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জেতেন। মনুর কাছে তৃতীয় পদক জয়েরও সম্ভাবনা ছিল। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন। 

টোকিও অলিম্পিক্সে সাতটি পদক জিতেছিল ভারত। কিন্তু প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের সংখ্যা একটি কমে গিয়েছে। গত অলিম্পিক্সে ভারতের সেরা সাফল্য জ্যাভলিনেই। রুপো জিতেছিলেন নীরজ চোপড়া। যদিও টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন এই ভারতীয় তরুণ। অন্য়দিকে টোকিও অলিম্পিক্সে পদক জয়ী সিন্ধু, লভলিনারা কেউই এবার পদক জিততে পারেননি। শ্যুটিংয়ে তিনটি পদক এসেছিল। জ্যাভলিনে একটি রুপো। ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। টোকিওতেও তাঁরা ব্রোঞ্জ জিতেছিল। এছাড়া পুরুষদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন আমন শেহরাওয়াত। 

আরও পড়ুন: ইউরো কাপে রোনাল্ডোর সেরা গোল কোনটি? নিজেই জানালেন ফুটবলের মহাতারকা

আরও দেখুন