SC on RG Kar Case Latest Update: কার ‘টাচে’ ছিলেন? SC-তেও প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ, RG কর নিয়ে রাজনীতি করতে নিষেধ

সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যেদিন তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সেদিন তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। যে বেঞ্চে আছেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। কেন তিনি এফআইআর দায়ের করেননি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেইসঙ্গে শীর্ষ আদালতের তরফে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে আর্জি জানানো হয়েছিল, তাতে সাড়া দিয়েছেন নয়াদিল্লির এইমসের চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের আশ্বাস পেয়ে কাজে ফিরে আসছেন বৃহন্মুম্বই পুরনিগমের চিকিৎসকরা। তাঁরাও কাজে যোগ দিচ্ছেন। তবে সেই পথে হাঁটেননি পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা।

কার সঙ্গে ‘টাচ’ ছিল সন্দীপের? প্রশ্ন সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করের মামলার শুনানির সময় প্রধান বিচারপতি জানতে চান, ‘(মৃতদেহ) উদ্ধারের কেন প্রায় ১৪ ঘণ্টা পরে এফআইআর দায়ের করা হল? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে অধ্যক্ষের তো সরাসরি কলেজে আসা উচিত ছিল এবং এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া উচিত ছিল। উনি কার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন (কার টাচে ছিলেন)?’

আরও পড়ুন: Sukanta says SC slaps Mamata: ‘মমতার ২ গালে চড়িয়ে-চড়িয়ে নন্দলাল বানিয়েছে’ SC, ‘কানকাটা’ উনি, তোপ সুকান্তের

সেই প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের আইনজীবী সিবল বলেন, ‘আমরা যতটুকু জানি, তাতে আমরা পুরো নিয়ম মেনে চলেছি।’ পালটা প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সন্দীপকে কেন অন্য কলেজের প্রিন্সিপাল করা হল? সেই প্রশ্নের জবাবে সিবল বলেন, ‘আমরা আলাদাভাবে এটার জবাব দেব।’

RG করের ঘটনায় রাজনীতির রং চড়াবেন না- সুপ্রিম কোর্ট

তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজনীতির রং না চড়ানোর আর্জি জানায় ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বৃহস্পতিবার শুনানির শেষলগ্নে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী (উদয়ন গুহ) বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে তা কেটে ফেলা হবে।’

আরও পড়ুন: Mamata’s letter to Modi against rape: কঠোর শাস্তির আইন, ১৫ দিনের মধ্যে বিচার শেষ, ধর্ষণে ইতি টানতে মোদীকে চিঠি মমতার

সলিসিটর জেনারেলের পালটা হিসেবে রাজ্যের আইনজীবী সিবল বলেন, ‘আর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে বুলেট ছোড়া হবে।’ সেই পরিস্থিতিতে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, ‘বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না।’

আরও পড়ুন: ‘Sexual Pervert’ Sanjoy Roy: ‘যৌন বিকারগ্রস্ত, পশুর মতো প্রবৃত্তি, ঘটনা বলার সময় একটুও আবেগ ছিল না সঞ্জয়ের’