এবার খবরে ‘ডিম-পাফ’ দুর্নীতি! ৫ বছরে স্ন্যাকসের জন্য কোটি টাকা খরচের অভিযোগ অন্ধ্রের প্রাক্তন জগন-সরকারের বিরুদ্ধে

দেশের রাজনীতির আঙিনায় এযাবৎকাল বহু ধরনের দুর্নীতি শোনা গিয়েছে। পশুখাদ্য, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানান দুর্নীতি ঘিরে উঠেছে বহু অভিযোগ। এবার খবরে ডিম-পাফ দুর্নীতি। আগে দেখা যাক কী এই ডিম পাফ। মূলত, ডিম দিয়ে তৈরি একধরনের স্ন্যাকস-কে ডিম পাফ বলা হয়। আর স্ন্যাকস ঘিরে শাসনকাবের ৫ বছরে কোটি টাকা খরচের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সরকার ওয়াই এসআর কংগ্রেসের জগনমোহন সরকারের বিরুদ্ধে। সরব হয়েছে, সেরাজ্য়ের বর্তমান শাসকদল টিডিপি।

অন্ধ্রের রাজনীতি তোলপাড় নয়া ডিম-পাফ দুর্নীতি ঘিরে। বর্তমানে সেরাজ্যের ক্ষমতায় থাকা চন্দ্রবাবু নাইডুর টিডিপির অভিযোগ, রাজ্যের প্রাক্তন সরকার জগনমোহন সরকার ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন শুধু ডিম-পাফের মতো স্ন্যাকসের জন্য খরচ করেছে ৩.৬২ কোটি টাকা। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক রিপোর্ট দাবি করছে, এই স্ন্যাকসে মুখ্যমন্ত্রীর দফতরের বার্ষিক খরচ ছিল ৭২ লাখ টাকা। যার হিসাব ধরলে, দেখা যায় প্রায় হাজারের কাছাকাছি দৈনিক ডিম পাফ খাওয়া হয়েছে। সেক্ষেত্রে গোটা ৫ বছরে ১৮ লাখ ডিম-পাফ খাওয়া হয়েছে। যার জেরে খরচ ৫ বছরে কোটির অঙ্কে পৌঁছেছে শুধু ডিম পাফের নিরিখে। টিডিপি বিষয়টি নিয়ে ওয়াইএসআর কংগ্রেসকে একচুলও জমি ছাড়েনি। তারা টুইট করে লেখে,’ … এটা শুধু আপনার কাজকর্মের eggs-ploration এর শুরু। এত তাড়াতাড়ি terri-fried হতে হবে না, YSRCP।’

( Shatabdi Roy on RG Kar Protest: ‘সরকার বদল নয়, সমাজ বদলানোর…’, কী বললেন শতাব্দী রায়?)

( Anandapur Murder Case: আনন্দপুরে মহিলার পর বামনঘাটায় মিলল ৫ বছরের নাতির দেহ, ক্ষোভে ফুঁসছে পরিবার)

( Vastu Shastra tips For Tulsi: বাড়িতে কয়টি তুলসীগাছ থাকা শুভ? সমৃদ্ধি লাভে বাস্তুশাস্ত্র মত দেখে নিন)

( Kashmir Election 2024:ভূস্বর্গের ভোটে কংগ্রেসের জোট-সঙ্গী ন্যাশনাল কনফারেন্স, জম্মু ও কাশ্মীরে আসন বণ্টন নিয়ে চর্চা শুরু)

এর আগে, ওয়াইএসআর কংগ্রেস তরফে এর আগে একটি টুইট করা হয়। এই ডিম-পাফ ঘিরে এর আগে এক সাংবাদিকের তরফের অভিযোগের প্রেক্ষিতে একটি টুইট করে ওয়াইএসআর কংগ্রেস। সেখানে ওই সাংবাদিকের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তোলে ওয়াইএসআর কংগ্রেস। উল্লেখ্য, চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকার পূর্ববর্তী প্রশাসনের আর্থিক অনিয়মের একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। সেই সূত্র ধরেই ওই ডিম-পাফ দুর্নীতির তথ্য উঠছে বলে খবর।