INDW vs ENGW: ক্রিকেটের মক্কায় প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মহারণে নামছেন স্মৃতিরা, কবে জানেন?

<p style="text-align: justify;"><strong>লর্ডস:</strong> ২০২৬ সালে নতুন পালক যুক্ত হতে চলেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে প্রথমবার ভারত বনাম ইংল্যান্ড মহিলাদের ক্রিকেটে টেস্ট ম্য়াচ। ক্রিকেটের মক্কায় প্রথমবার মহিলা টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে এই ঐতিহাসিক ম্য়াচে। আগামী জুলাইয়ে এই দুটো দেশের মধ্যে সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজও হবে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা জানিয়েছেন, ”ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৬ সালে ফের ইংল্য়ান্ডে ফিরে আসবে। এখানে লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ক্রিকেট আয়োজিত হবে। সেখানে ভারত ও ইংল্য়ান্ড মুখোমুখি হবে।”</p>
<p style="text-align: justify;">১৯৮৬ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৯টি টেস্ট ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষবার ২০২১ সালে ব্রিস্টলে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচটি ড্র হয়েছিল।&nbsp;</p>
<p style="text-align: justify;">এদিকে,&nbsp;আগামী বছর জুন-জুলাই মাসে এই সফরে যাবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু দল। প্রথম টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর হবে ওয়ান ডে সিরিজ। বৃহস্পতিবারই এই সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী বছর ২৮ জুন ট্রেন্টব্রিজে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামবে ২ দল।&nbsp;</p>
<p>এরপর ১ জুলাই ব্রিস্টলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে। ৪ জুলাই কিয়া ওভালে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। ওল্ট ট্র্য়াফোর্ডে ৯ জুলাই চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। ১২ জুলাই এজবাস্টনে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে।&nbsp;</p>
<p>এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে। আগামী ১৬ জুলাই সাউদাম্পটনে প্রথম ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে। এরপর ১৯ জুলাই লর্ডসে ও ২২ জুলাই চেস্টার লি স্ট্রিটে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ খেলা হবে।&nbsp;</p>
<p>ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলও খেলতে নামবে আগামী বছর পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে।</p>
<p><a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>&nbsp;ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে নামবে। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ‘হোম অফ ক্রিকেট’ লর্ডসে ১০ তারিখ শুরু তৃতীয় টেস্ট। ২৩ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে চতুর্থ ও ৩১ জুলাই ওভালে সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন রোহিতরা।&nbsp;</p>