জালাল ও সাজ্জাদুলের বিষয়ে অবস্থান পরিষ্কার করলো ক্রীড়া পরিষদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। তবে সরকার পরিবর্তনের পর ক্রীড়া পরিষদ নতুন করে জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ, নাজমুল আহমেদ ফাহিমকে মনোনীত করেছে। যা মেনে নিতে পারেননি সাজ্জাদুল আলম। তিনি সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন। এমন পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ আজ শুক্রবার বিষয়টির বিশদ ব্যাখ্যা দিয়েছে।

এনএসসির এমন সিদ্ধান্তে পুরোপুরিই বিস্মিত হয়ে পড়েন সাজ্জাদুল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমি বিস্মিত ও স্তম্ভিত। এটাকে আমি সরকারি হস্তক্ষেপ হিসেবেই দেখছি। এই ব্যাপারটা পুরোটাই অগ্রহণযোগ্য।’

তার পর এক বিজ্ঞপ্তি দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে এনএসসি। সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়। তাদের মধ্যে জালাল ইউনুস ২০২৪ সালের ১৯ আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমুল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

এরপরই বলা হয়েছে, ‘গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে। এই মনোনয়ন ফিলোসফি অব জুরিসপ্রুডেন্সের ভিত্তিতে প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে।’