Jay Shah rumored to be next ICC Chairman who will replace him as BCCI Secretary know likely candidates

নয়াদিল্লি: বিগত পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ (Jay Shah)। তবে সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) হওয়ার জন্য আগ্রহী। সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। অবশ্য শাহের আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে জয় শাহ আইসিসির দায়িত্ব নিলে, সচিব পদে কে তাঁর জায়গা নেবেন? এই প্রশ্ন কিন্তু এখন ভারতীয় ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে।

শাহের পরিবর্তে কে? এই বিকল্প খুঁজতে গিয়ে পিটিআই এক রিপোর্টে মূলত তিন দাবিদারের নাম করেছে। তাঁরা হলেন রাজীব শুক্ল, আশিষ সেলার এবং অরুণ ধুমাল। রাজীব শুক্ল দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বোর্ডের সহ-সভাপতিও বটে। তবে এই পদের নাম বাদে যে তেমন খুব একটা তাৎপর্য নেই, তা ভারতীয় ক্রিকেট মহলের প্রায় সকলেই জানেন। অপরদিকে, অরুণ ধুমাল বর্তমানে আইপিএলের চেয়ারম্যান। তবে অতীতে তিনি অতীতে বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। এছাড়া মহারাষ্ট্র বিজেপির হেভিওয়েট নেতা আশিষ সেলারের নামও উঠে আসছে।

বর্তমানে সেলার বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ। তবে তিনি বিজেপির হয়ে মহারাষ্ট্রে প্রবলভাবে অ্যাক্টিভ। বিসিসিআই সচিব নির্বাচিত হলে, তাঁকে সচিবের দায়িত্ব পালনেই বেশি সময় ব্যয় করতে হবে। এই বিষয়টাই আশিষের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, দিল্লি ক্রিকেট সংস্থা প্রধান রোহন জেটলির নাম নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। বর্তমানে বোর্ডের যুগ্ম-সচিব দেবজিৎ সাইকিয়াও দৌড়ে আছেন বটে, তবে তাঁর বোর্ড সচিব হওয়ার বিষয়ে খুব একটা জল্পনা কল্পনা শোনা যাচ্ছে না।

তবে এই সবটাই নির্ভর করবে জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ার ওপর। গ্রেগ বার্কলের পর ১লা ডিসেম্বর থেকে নতুন আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও, তার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ২৭ অগাস্ট। অর্থাৎ হাতে আর ৭২ ঘণ্টার মতো সময় রয়েছে। তারপরেই সবটা স্পষ্ট হয়ে যাবে। 

টানা দু’দফা আইসিসি চেয়ারম্যান ছিলেন গ্রেগ বার্কলে। তবে নিউজ়িল্যান্ডের প্রতিনিধি বার্কলে জানিয়ে দিয়েছেন যে, তৃতীয় টার্মের জন্য লড়াই করবেন না তিনি। আইসিসি চেয়ারম্যান পদে তাঁর বর্তমান মেয়াদকাল শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। চেয়ারম্যান হিসাবে তৃতীয় টার্মে আরও ২ বছরের জন্য থাকতে পারতেন বার্কলে। তবে জয় শাহ আইসিসি প্রধান হতে চান জানার পরই তিনি নির্বাচনে লড়বেন না বলেই জানিয়েছেন। শাহ সত্যি সত্যিই এবার ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হন কি না, সেটাই দেখার বিষয়।  

আরও পড়ুন: এমনি এমনি তো পাঁচবার আইপিএল জিতিনি… ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বিরাট বার্তা অধিনায়ক রোহিতের 

আরও দেখুন