SL vs NZ 1st test to be played over six days know details

নয়াদিল্লি: পুরুষদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্য়াচ কতদিনের হয়? উত্তরটা খুব সহজ, পাঁচ দিন। এই প্রশ্নের উত্তর দিতে কোনও ক্রিকেটপ্রেমীরই খুব একটা সময় লাগার কথা নয়। তবে পাঁচ নয় এবার ছয় দিন ধরে চলবে টেস্ট ম্য়াচ। শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট (SL vs NZ 1st Test)  ম্যাচের জন্য ছয়দিনই বরাদ্দ করা হয়েছে।

সদ্যই কিউয়িদের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের টেস্ট সিরিজ়ের সূচি ঘোষণা করা হয়েছে। সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে শুরু হবে সিরিজ়ের প্রথম টেস্ট। সেই ম্যাচের জন্য ছয়দিন বরাদ্দ করা হয়েছে। মাঝে ২১ সেপ্টেম্বর ‘রেস্ট ডে’ হিসাবে রাখা হয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত কেন? আইসিসির তরফে জানানো হয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এই ঘটনা সচরাচর দেখা না গেলেও, এমনটা কিন্তু প্রথমবার হচ্ছে না। ২০০১ সালেও শ্রীলঙ্কায় ছয় দিনের টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল। সেক্ষেত্রে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই পয়া দিবস অর্থাৎ পূর্ণিমার জন্য ম্যাচের মাঝে এক দিনের বিশ্রাম ঘোষণা করা হয়েছিল। সেই ম্যাচের দুই দশকেরও বেশি সময় পর ফের একবার দ্বীপরাষ্ট্রে ছয়দিনের টেস্ট আয়োজিত হচ্ছে।

অতীতে অবশ্য এই ঘটনা বহুবার দেখা গিয়েছে। গত শতকে ম্যাচের মাঝেই রবিবার পড়লে, সেইদিনটিকে বিশ্রামের জন্য রাখা হত। তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বিরলের মধ্যে বিরলতম।  এই শতকে বাংলাদেশও এমন একটি ছয়দিনের টেস্ট ম্যাচ খেলেছিল। সেই ম্যাচেও শ্রীলঙ্কা ছিল। ২০০৮ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজ় চলাকালীনই নির্বাচনের জন্য একদিন খেলা বন্ধ রাখা হয়েছিল। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে শ্রীলঙ্কা ও নিউজ়িল্যান্ড মুখোমুখি হবে। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অবশ্য পাঁচদিনেরই হবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। 

আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ! তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব সামলাবেন কে?

আরও দেখুন