virat kohli should have former india batting coach questions kohlis decision full story

নয়াদিল্লি: ২০২২ সালের সবাইকে অবাক করে দিয়ে টেস্টে নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই সময় ভারতীয় ক্রিকেট দলের ব্য়াটিং কোচ ছিলেন সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। তিনি মনে করেন, বিরাট আরও কিছুদিন টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে পারতেন। এক পডকাস্টে এসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ জানিয়েছেন, ”আমি ব্যক্তিগতভাবে মনে করি বিরাট আরও কিছুদিন টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে পারত।”

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরও বলেন, ”বিরাট খুব সম্ভবত ৬৫টি টেস্টে দেশের নেতৃত্বভার সামলেছে। তবে সংখ্যাটা আরও বাড়তেই পারত। আমি ব্যক্তিগত ভাবে মনে করেন বিরাটের অধিনায়ক হিসেবে টেস্টে আরও কিছুদিন খেলা উচিত ছিল।” আসলে বিরাট টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬৮ ম্য়াচে। তার মধ্যে ৪০টি ম্য়াচে বিরাটের নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।

কোহলি টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জেতেন ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রায় ২২ বছর বাদে দ্বীপরাষ্ট্রে সিরিজ জিতে নেয় ভারত। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাদের ঘরের মাঠে জিতেছিল বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও টেস্ট সিরিজ জিতেছিলেন বিরাট। এমনকী কোহলির নেতৃত্বেই ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেছিল ভারত। 

ভারত অধিনায়ক হিসেবে বিরাট দেশের মাটিতে ৩১টি টেস্টের মধ্যে ২৪ ম্য়াচ জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। আপাতত লন্ডনে রয়েছেন কোহলি। সেখানে তিনি বাড়িও কিনেছেন। টি-২০ বিশ্বকাপের পরই যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে খেলবেন আইপিএলে। টি-২০ বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলে ভারত। টি-২০ সিরিজে দেখা যায়নি কোহলিকে। তবে ওয়ান ডে সিরিজের দলে ফেরেন। যদিও সেই সিরিজে হেরে যায় কোহলি, রোহিত শর্মা সমৃদ্ধ দল।

শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর ফের লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন কোহলি। শুক্রবার তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, লন্ডনে লোকাল ট্রেন ধরছেন কোহলি। একেবারে সাধারণ যাত্রীদের মতো।         

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর সম্পূর্ণ করেছেন কিংগ কোহলি। লন্ডন তাঁর অত্যন্ত প্রিয় শহর। তিনি নিজেও জানিয়েছিলেন যে, ছুটি পেলে লন্ডনে কাটাতে তাঁর বেশ লাগে।           

আরও দেখুন