Nabanna Abhijan LIVE: নিখোঁজ নন, খুনের ছক করায় ৪ ‘পড়ুয়াকে’ গ্রেফতার, বলল পুলিশ

Nabanna Abhijan Live Updates: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র ডাকে আজ নবান্ন অভিযান। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র মুখোশের আড়ালে রয়েছে এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। তবে পুলিশ কোনওরকম ঝুঁকি নিচ্ছে না। দুর্গে পরিণত করা হয়েছে রাজ্যের সচিবালয়কে। নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করা হয়েছে। সেই নবান্ন অভিযানের লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

27 Aug 2024, 11:55:17 AM IST

Nabanna Abhijan LIVE: নিখোঁজ নন, খুনের ছক করায় ৪ ‘পড়ুয়াকে’ গ্রেফতার, শুভেন্দুর দাবি ওড়াল পুলিশ

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হল, ‘গতরাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা (পড়ুন শুভেন্দু অধিকারী) টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে।’

27 Aug 2024, 11:47:41 AM IST

Nabanna Abhijan LIVE: নবান্নমুখী BJP কর্মীদের ‘আটকানোর চেষ্টা’ GRP-র

দুর্গাপুর স্টেশনে নবান্নমুখী লোকজনের আটকানোর অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে যে জিআরপি আটকানোর চেষ্টা করে। তার জেরে বিক্ষোভ শুরু হয়। দুর্গাপুর স্টেশনেই প্রতিবাদ মিছিল বিজেপি কর্মীদের। উত্তেজনা দুর্গাপুর স্টেশনে।

27 Aug 2024, 11:39:22 AM IST

Nabanna Abhijan LIVE: নবান্ন অভিযানের আগে ‘অফিসে’ এলেন মুখ্যমন্ত্রী

নবান্ন অভিযানের আগে নিজের ‘অফিসে’ চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১১ টার কিছুটা পরে নবান্নে চলে আসেন মুখ্যমন্ত্রী। যখন অভিযান হবে, তখনও কি রাজ্যের সচিবালয়ে থাকবেন তিনি?

27 Aug 2024, 11:30:49 AM IST

Nabanna Abhijan LIVE: নবান্ন অভিযানের আগেই কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করল পুলিশ

কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হল। এমনিতেই কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ দিয়ে গাড়ি ঘোরানোর কথা আগেই বলা হয়েছিল। এবার সাঁতরাগাছিতে গার্ডরেল দিয়ে দিল পুলিশ।

27 Aug 2024, 11:25:07 AM IST

Nabanna Abhijan LIVE: কার্যত নেই কোনও বাস, হেঁটেই হাওড়া ব্রিজ পার

নবান্ন অভিযানের জেরে হাওড়া স্টেশনে সকাল থেকে কার্যত বাসের দেখা নেই। গুটিকয়েক সরকারি এবং বেসরকারি বাস চলছে। সেই পরিস্থিতিতে হেঁটেই হাওড়া ব্রিজ পার হচ্ছেন অনেকে।

27 Aug 2024, 11:14:02 AM IST

Nabanna Abhijan LIVE: নবান্ন অভিযানের মধ্যেই CGO কমপ্লেক্সে সন্দীপ

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের মধ্যে একাদশবারের জন্য সিজিও কমপ্লেক্সে  এলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরও একবার সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে পড়বেন।

27 Aug 2024, 10:58:40 AM IST

Nabanna Abhijan LIVE: কড়া নিরাপত্তা হেস্টিংয়ে

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আজ নবান্ন অভিযান। সেজন্য হেস্টিংয়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

27 Aug 2024, 10:50:11 AM IST

Nabanna Abhijan LIVE: হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন। পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও জলকামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।

27 Aug 2024, 10:38:39 AM IST

Nabanna Abhijan LIVE: হাওড়া ব্রিজ-সহ ৫ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল

নবান্ন অভিযানের মিছিল রুখতে হাওড়া ব্রিজ-সহ পাঁচটি জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল তৈরি করা হয়েছে। হাওড়া থেকে নবান্ন যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করতে হয়, সেখানে লোহার ব্যারিকেড আছে। সেগুলি রাস্তায় ঝালাই করে দেওয়া হয়েছে।

27 Aug 2024, 10:38:40 AM IST

Nabanna Abhijan LIVE: কোন কোন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে?

১) হাওড়া ব্রিজে ওঠার মুখেই। ২) মহাত্মা গান্ধী রোড এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল। ৩) দ্বিতীয় হুগলি সেতুর সব র‍্যাম্প। ৪) হাওড়া ময়দান – জিটি রোড মোড়। ৫) সাঁতরাগাছি গ্যারাজ মোড়। ৬) ফোরশোর মোড় (রামকৃষ্ণপুর ঘাট মোড়)। ৭) লক্ষ্মীনারায়ণতলা (আন্দুল রোড)। ৮) ১১ ফার্লং গেট (খিদিরপুর রোড)। ১২) টার্ফ ভিউ রোড (এজেসি বসু রোড)।

27 Aug 2024, 10:38:40 AM IST

Nabanna Abhijan LIVE: আজ নবান্ন অভিযান, দুর্গে পরিণত রাজ্যের সচিবালয়

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র ডাকে আজ নবান্ন অভিযান। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র মুখোশের আড়ালে রয়েছে এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। তবে পুলিশ কোনওরকম ঝুঁকি নিচ্ছে না। দুর্গে পরিণত করা হয়েছে রাজ্যের সচিবালয়কে। নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করা হয়েছে।