Shakib Al Hasan accused of murder gets support Bangladesh Cricket teammates Nazmul Hossain Shanto Mushfiqur Rahim

নয়াদিল্লি: বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং বিতর্ক কখনই, খুব একটা দূরে থাকে না। তবে বর্তমান পরিস্থিতি অতীতের আর পাঁচটা ঘটনা থেকে ভিন্ন। এবার শাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের রাজধানীর এক থানায় তাঁর নামে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু সতীর্থর পাশেই দাঁড়াচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা (Bangladesh Cricket Team)।

বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সম্প্রতি গোটা বিশ্বজুড়ে শিরোনাম কেড়ে নিয়েছিল। ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই রাজনৈতিক অস্থিরতার মাঝে শয়ে শয়ে মানুষের মৃত্যুও হয়েছে। এদের মধ্যে রুবেল ইসলাম নামক একজন ব্যক্তিও রয়েছেন। অভিযোগ ৫ অগাস্ট রুবেল রাজধানী ঢাকার আদাবরে এক প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেই প্রতিবাদী মিছিলে গুলির আঘাতে রুবেল জখম হন বলে জানানো হয়েছে। রুবেলের বাবা রাকিবুলের দায়ের করা অভিযোগ অনুযায়ী রুবেলের অংশ নেওয়া মিছিলে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উস্কানিমূলক মন্তব্যে দাঙ্গা বাঁধানো হয় এবং সেই মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। 

শাকিব ক্রিকেটারের পাশাপাশি শেখ হাসিনার আওয়ামি লিগের নেতাও বটে। রুবেলের মৃত্যুর ঘটনায় যেমন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তেমনই  অভিযুক্তদের তালিকায় ২৮ নম্বরে রাখা হয়েছে শাকিব আল হাসানকে। আপাতত বাংলাদেশের হয়ে পাকিস্তানে খেলছেন শাকিব। তাঁর বিচার প্রক্রিয়া শুরু করার জন্য তাঁকে বাংলাদেশের ফেরানোর দাবিতে বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে। তবে এই গুরুতর অভিযোগের মধ্যেও শাকিব নিজের বাংলাদেশ দলের সতীর্থদের পাশে পেয়েছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto) শাকিবের বিরুদ্ধে এমন অভিযোগ অপ্রত্যাশিত বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। শাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশে, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’ 

শাকিবের দীর্ঘদিনের সতীর্থ তথা বাংলাদেশের তারকা কিপার-ব্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) সরাসরি এই অভিযোগ মিথ্যে বলছেন। নিজের ভাইতুল্য শাকিবের পাশে দাঁড়িয়ে তিনি লেখেন, ‘শাকিবকে বাঁ-হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, শাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি শাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

রাওয়ালপিন্ডি টেস্টের পর শাকিবের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ বোর্ড সিদ্ধান্ত নেবে বললেও এখনও অবশ্য কিছু কিন্তু জানানো হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব 

আরও দেখুন