Rajya Sabha: রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ১২জন, সংখ্য়াগরিষ্ঠতা পেল এনডিএ

শাসক এনডিএ মঙ্গলবার রাজ্যসভায় সংখ্য়াগরিষ্ঠতা পেল। ৯জন বিজেপি সদস্য ও দুজন শরিক দলের সদস্য রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই ৯জনকে পেয়ে বিজেপির সদস্য সংখ্য়া হল ৯৬। আর উচ্চকক্ষে এনডিএর সংখ্য়া দাঁড়াল ১১২জন।  অন্যান্য যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জয়ী হয়েছেন তাদের মধ্য়ে অন্যতম হল এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। রাষ্ট্রীয় লোকমঞ্চের একজন সদস্য রয়েছেন। শাসক জোটের উপর সমর্থন রয়েছে ৬জন মনোনীত সদস্য ও একজন নির্দল সদস্যের। 

কংগ্রেসের একজন সদস্যও জয়ী হয়েছেন। আপার হাউজে বিরোধীদের সদস্য সংখ্য়া হয়েছে ৮৫জন। রাজ্যসভায় রয়েছে ২৪৫টি আসন, তবে সেই রাজ্য সভায় সব মিলিয়ে ৮টি শূন্যস্থান রয়েছে। চারজন জম্মু ও কাশ্মীরের সদস্য। চারজন মনোনীত। 

এদিকে যে সমস্ত বিজেপি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তাদের তালিকাটা জেনে নিন। 

তার মধ্য়ে উল্লেখযোগ্য হল মিশন রঞ্জন দাস, অসমের রামেশ্বর তেলি, বিহার থেকে মানান কুমার মিশ্র, হরিয়ানা থেকে কিরণ চৌধুরী, মধ্য়প্রদেশ থেকে জর্জ কুরিয়ান, মহারাষ্ট্র থেকে ধ্রিয়া শিল পাটিল, ওড়িশা থেকে মমতা মোহন্ত, রাজস্থান থেকে রনবীত সিং বিট্টু, ত্রিপুরা থেকে রাজীব ভট্টাচার্য। 

তেলেঙ্গানা থেকে জয়ী হয়েছেন অভিষেক মনু সিংভি। এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নীতিন পালিত মহারাষ্ট্র থেকে জয়ী হয়েছেন। আরএলএমের উপেন্দ্র খুশওয়া বিহার থেকে জয়ী হয়েছেন।