ব্যবসা বাড়াতে ১.৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে BPCL, কোন খাতে জোর দেওয়া হবে

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় ব্যবসার পথে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তেল পরিশোধন এবং জ্বালানী বিপণন ব্যবসার পাশাপাশি পেট্রোকেমিক্যাল এবং গ্রিন এনার্জির মতো নতুন খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে বিপিসিএল। চেয়ারম্যান জি কৃষ্ণকুমার এ প্রসঙ্গে বলেছেন যে কোম্পানিটি আগামী পাঁচ বছরে ১.৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। সংস্থাটি ২০৪০ সালের মধ্যে তার কার্যক্রম থেকে কার্বন নির্গমন একেবারেই শূন্যতে নিয়ে আসারও লক্ষ্য নির্ধারণ করেছে।

আরও পড়ুন; (সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে আদালতে সওয়াল করবেন না, ১৫১ mg সিমেনের তত্ত্ব খারিজ SC-র)

ঠিক কী কী জানিয়েছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর চেয়ারম্যান

বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বর্তমানে ভারতের তেল পরিশোধন ক্ষমতার প্রায় ১৪ শতাংশ এবং খুচরো জ্বালানি নেটওয়ার্কের প্রায় এক চতুর্থাংশের মালিক। এবার কোম্পানি নিজের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন খাতে ব্যাপকভাবে প্রবেশেরই পরিকল্পনা করছে। এ প্রসঙ্গে কোম্পানির চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনে বলেছেন যে বিপিসিএল আগামী পাঁচ বছরের দু’ টি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে এগোবে। একটি হল ব্যবসার ব্যাপক প্রচার এবং দ্বিতীয়টি হল ভবিষ্যতের প্রকল্পগুলিতে বিনিয়োগ।

আরও পড়ুন: (Plane accident: ৪০ ঘণ্টা পর মিলল জামশেদপুরে নিখোঁজ হওয়া বিমানের পাইলট ও শিক্ষানবিশের দেহ)

প্রজেক্ট অ্যাসপায়ার-এর অধীনে এই বিনিয়োগ করা হবে। চেয়ারম্যান আরও বলেছেন যে বিপিসিএল কার্বন নির্গমন একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য একটি রোডম্যাপও তৈরি করেছে বিপিসিএল। যার মধ্যে রয়েছে, শক্তিকে পুনরায় ব্যবহারের ক্ষমতা, সবুজ হাইড্রোজেনের মতো একাধিক লক্ষ্য। আর এই লক্ষ্যে পৌঁছোতে কোম্পানিকে লক্ষ কোটি টাকা ব্যয় করতে হবে। এবং কোম্পানি এর জন্য অবশ্যই প্রস্তুত।

আরও পড়ুন: (Tamil Nadu:তামিলনাড়ুতে ভুয়ো NCC ক্যাম্পে ছাত্রীদের ধর্ষণে অভিযুক্ত বিষ খেয়ে আত্মঘাতী হল)

বিপিসিএল তার তিনটি তেল শোধনাগারের মধ্যে দু’ টিতে নতুন পেট্রোকেমিক্যাল প্রকল্প বাস্তবায়ন করছে। ৪৯,০০০ কোটি টাকার ইথিলিন ক্র্যাকার প্রকল্পটি মধ্যপ্রদেশের বিনা রিফাইনারিতে চালু করা হচ্ছে। এছাড়াও, তেল পরিশোধন ক্ষমতা বর্তমান ৭.৮ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ২০২৯ সালের মধ্যে বার্ষিক ১১ মিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২৭ সালের মধ্যে কেরালার কোচি রিফাইনারিতে একটি পলিপ্রোপিলিন প্রকল্প স্থাপন করার কথাও ভেবেছে কোম্পানি।