Nabanna Abhijan ‘face’ Sayan Lahiri ‘Arrested’: ‘কেঁপে গিয়েছে নবান্ন’, পুলিশের জালে ‘ছাত্র সমাজ’-এর মুখ সায়ন লাহিড়ী

২৭ অগস্ট যে ‘ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযান হয়েছিল, সেই ‘ছাত্র সমাজ’-এর মুখ ছিলেন সায়ন লাহিড়ী। এহেন সায়নকে নাকি পুলিশ ‘তুলে নিয়ে গিয়েছে’। গতকাল দিনভর অভিযানের পর সন্ধ্যায় এক সংবাদ চ্যানেলের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছিল সায়নকে। পরবর্তীতে রাতে দাবি করা হয়, সায়নকে পুলিশ আটক করেছে। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় সরব হন। যদিও সায়নকে পুলিশ আটক বা গ্রেফতার করেছে কি না সেই ব্যাপারে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত রাজ্য বা কলকাতা পুলিশের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে সায়নের ‘গ্রেফতারি’ নিয়ে সুকান্ত নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আজকের নাগরিক আন্দোলন দেখে কেঁপে গিয়েছে নবান্ন। কর্মসূচি মিটতেই শুরু হয়ে গেল আর এক দফা ধরপাকড়। পুলিশ তুলে নিয়ে গেল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে। পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না।’ অপরদিকে নবান্ন অভিযানের পরপরই কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় ২১টি ছবি প্রকাশ করেছিল। সেখানে পুলিশের ওপর হামলাকারী বেশ কেকজন চিহ্নিত করা হয়েছিল। আর সেই পোস্টে লেখা হয়েছিল, ‘সন্ধান চাই: নীচের ছবিতে যাঁদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাঁদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’

এদিকে গতকালকের নবান্ন অভিযানের আবহে গ্রেফতার করা হয়েছে ২০০-র বেশি মানুষকে। তাঁদের মধ্যে অধিকাংশই পুরুষ। কয়েকজন মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের তরফ থেকে জানানো হয়, নবান্ন অভিযানে গিয়ে গ্রেফতার হতে হয়েছে মোট ২২০ জনকে। শুধু কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১২৬ জন। তাঁদের মধ্যে ১০৩ জন পুরুষ এবং ২৩ জন মহিলা। রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা ৯৪। নবান্ন অভিযানে মোট ১৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

নবান্ন অভিযানের প্রসঙ্গে ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেন, মঙ্গলবার সকাল আটটা থেকে তিনি নিজে হাওড়া ব্রিজের কাছে হাজির ছিলেন। আন্দোলনকারীদের শান্তি বজায় রাখার জন্য বারবার আবেদন জানানো হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা। উলটে পুলিশকে লক্ষ্য করে মুহূর্মুহূ ইট ছোড়া হয়েছিল। সেখান থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন বলে দাবি ইন্দিরার।