Bengal Safari in Siliguri: বড় চমক শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে, নাম-জট কাটতেই চালু হবে সিংহ সাফারি

ফের দর্শকদের সামনে আসতে চলেছেন পশুরাজ দম্পতি। নাম জট কাটতে না কাটতেই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে শুরু হতে চলেছে সিংহ সাফারি। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গেছে সেই কাজ। মনে করা হচ্ছে, পুজোর আগেই খুলে যাবে সাফারি পার্ক।

এতদিন বর্ষার জন্য জঙ্গল এবং সাফারি পার্ক বন্ধ আছে, তবে বর্ষা কাটলেই খুলবে সাফারি পার্ক। যদিও পুজোর আগে পার্ক খুলে গেলেও সুরজ ও তনয়ার (দুই সিংহ) দেখা পেতে পেতে দীপাবলি পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যটকদের।

শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে মূলত বাঘ দেখতেই যেতেন পর্যটকরা। এর আগে সেখানে সিংহ ছিল না। অবশেষে দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য রাজ্য জু অথরিটি সিংহ সাফারি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। সিংহ সাফারির জন্য গত ফেব্রুয়ারি মাসের ত্রিপুরা থেকে আকবর নামে একটি সিংহ এবং সীতা নামে একটি সিংহী নিয়ে আসা হয়েছিল।

(আরও পড়ুন: ভারত পছন্দ নয়, অ্যাটম বোমা দিয়ে উড়িয়ে দিতে পারি, মস্করা ব্রিটিশ ইউটিউবারের)

ত্রিপুরা থেকে সিংহ এবং সিংহী নিয়ে আসা হলেও নাম নিয়ে শুরু হয়ে যায় বিপত্তি। যেহেতু একজনের নাম আকবর এবং একজনের নাম সীতা, তাই জোর বিতর্ক শুরু হয় নাম নিয়ে। বিশ্ব হিন্দু পরিষদ পশুরাজ আকবরের সঙ্গে সীতার থাকা একেবারেই মেনে নেয় না। নাম বদলের দাবি জানিয়ে দাবি করেন তাঁরা, যা পরবর্তীকালে আদালত পর্যন্ত গড়ায়।

নাম বিতর্ক চলতে থাকে একদিকে, অন্যদিকে ত্রিপুরা থেকে যে পশু রাজ দম্পতি শিলিগুড়িতে এসেছিল, তাদের সংসার পাতার স্বপ্ন অধরা থেকে যায়। নাম জট না মেটা পর্যন্ত আকবর এবং সীতাকে আলাদা ঘরে রাখার সিদ্ধান্ত নেয় জু কর্তৃপক্ষ।

অবশেষে কিছুদিন আগে কোর্টের নির্দেশে সিংহ দম্পতির নাম পরিবর্তন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকবরের নাম পাল্টে রাখেন সুরজ, সীতার নাম পাল্টে রাখেন তনয়া। নাম জট কাটার পরেই এই সিংহ দম্পতি আবার একসঙ্গে একই ঘরে থাকার শুরু করে।

(আরও পড়ুন: বেস্টি অনন্যা-শানায়ার সঙ্গে নাইট আউট শাহরুখ-কন্যার, সুহানার পরনের এই সিম্পল ড্রেসটির দাম জানেন কত?)

গত ১৫ জুন পর্যন্ত বর্ষার জন্য বন্ধ ছিল জঙ্গল। এই সময় সাফারি পার্ক এবং জাতীয় উদ্যান গুলিতেও পর্যটকদের প্রবেশ থাকে নিষেধ। তবে আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে জঙ্গল এবং সাফারি পার্ক গুলি পুনরায় খুলে দেওয়া হবে, তবে সিংহ দেখতে গেলে অপেক্ষা করতে হবে দীপাবলি পর্যন্ত।