cricket association of bengal announced 31 probable member for new session shami and wriddhiman included

কলকাতা: আগামী মরশুমের জন্য বাংলার (Bengal Cricket) সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল সিএবি। সবচেয়ে বড় চমক এই তালিকায় নাম রয়েছে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। এছাড়াও দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha)। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আরও রয়েছেন অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়রা। ঋদ্ধি দলে ফিরলেও তিনি উইকেট কিপার হিসেবে না, ব্যাটার হিসেবেই খেলবেন। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েলকেই উইকেট কিপার হিসেবে দেখা যাবে। এছাড়াও সৌরভ পাল রয়েছেন, যিনি উইকেটের পেছনে গত মরশুমে দায়িত্ব সামলেছিলেন। এই মরশুমে অবশ্য অভিষেক পোড়েলকে দেখা যাবে প্রথম থেকে।

অন্য়দিকে শামি যে এবার ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে ফের খেলতে পারেন, সেই সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। গত বছর বিশ্বকাপের পর থেকে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি শামি। চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন তিনি। এই বছরের শুরুতে অস্ত্রোপ্রচার করানোর পর আপাতত রিহ্যাব চলছে তাঁর। তবে তিনি সম্পূর্ণ ফিট হওয়ার পথে অনেকটাই এগিয়ে এসেছেন। নেটে বল করার ভিডিও, ভারোত্তোলনের ভিডিও আগেই পোস্ট করেছিলেন তিনি। এবার ২২ গজের লড়াইয়ে অবশেষে নামতে চলেছেন তিনি। পিটিআইয়ের খবর অনুযায়ী শামি বাংলার রঞ্জি ট্রফির প্রথম দুইটি ম্যাচের অন্তত একটি বা দুইটি ম্যাচই খেলবেন। ঋদ্ধিমান গত দুটো মরশুমে ত্রিপুরার হয়ে খেলেছিলেন। তেমনই সুদীপ চট্টোপাধ্যায়ও ত্রিপুরার হয়ে খেলেছিলেন গত দুই মরশুমে। আগামী মরশুমে কে বাংলার অধিনায়ক হন সেটাই এখন দেখার। মনোজ তিওয়ারি অবসর নেওয়ার পর দৌড়ে অবশ্য ঈশ্বরণ, অনুষ্টুপই এগিয়ে। ঋদ্ধিও দৌড়ে আছেন। 

আগামী মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ৩১ সদস্যের যে তালিকা প্রকাশ করা হয়েছে 

অভিমন্য ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, সৌরভ পাল, শুভম দে, অঙ্কুর পাল, অভিলিন ঘোষ, প্রদীপ্ত প্রামানিক, ভৈবব যাদব, করণ লাল, আমির গোনি, মহম্মদ শামি, মুকেশ কুমার, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রবি কুমার, রোহিত কুমার, ইরফান আফতাব, যুধাজিৎ গুহ, অনন্ত সাহা, গীত পুরি, প্রীতম চক্রবর্তী, সৌম্যদীপ মণ্ডল, ঋষভ বিবেক, সুমিত মহন্ত

আরও পড়ুন: বিসিসিআইয়ে জয় শা জমানা এখন অতীত, ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কে পথ দেখাবেন এবার?

আরও দেখুন