india dominate top 10 of icc test rankings with rohit sharma virat kohli jasprit bumrah ravichandran ashwin full story

দুবাই: আইসিসির (ICC) নতুন ব়্যাঙ্কিং অনুযায়ী টেস্ট ক্রিকেটে (Test Cricket) ব্যাটারদের তালিকায় আধিপত্য বজায় রাখল ভারতীয় ব্যাটাররা। বুধবার যে তালিকায় প্রকাশিত হয়েছে, সেই তালিকা অনুযায়ী বিরাট কোহলি দু ধাপ এগিয়ে আট নম্বরে রয়েছেন। ছয় নম্বর পজিশনে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকী আরও এক ভারতীয় ব্যাটার যশস্বী জয়ওয়াল ৭ নম্বর পজিশনে রয়েছেন ক্রমতালিকায়। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্য়ান্ডের জো রুট।

ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, সে তালিকা অনুযায়ী ৭৫১ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। জয়সওয়াল ৭৪০ পয়েন্ট নিয়ে রয়েছেন সাত নম্বর স্থানে। ৭৩৭ পয়েন্ট নিয়ে আট নম্বর পজিশনে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বাবর আজম প্রায় ৬ ধাপ নীচে নেমে গিয়েছেন। তিনি ৯ নম্বরে রয়েছেন। রাওয়ালপিণ্ডি টেস্টে খারাপ পারফরম্য়ান্সের জন্যই বাবরের ক্রমতালিকায় নীচে নেমে গিয়েছেন। তালিকায় ৮৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। ৮৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে থাকা ড্যারেল মিচেল ৭৬৮ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। চারে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৮ পয়েন্ট। পাঁচ নম্বরে রয়েছেন ৭৫৭ পয়েন্ট।

টেস্ট ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ডানহাতি অফস্পিনার। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরা। তাঁর ঝুলিতে আছে ৮৪৭ রেটিং পয়েন্ট। এদিকে, বাবরের সতীর্থ মহম্মদ রিজওয়ান এক লাফে সাত ধাপ উঠে প্রবেশ করেছেন প্রথম দশে। কেরিয়ারে প্রথমবার যুগ্মভাবে ১০ নম্বরে রয়েছেন রিজওয়ান।

টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল এরপর খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ২ ম্য়াচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ২ দল। সেই সিরিজেই নিজেদের পারফরম্য়ান্সের মাধ্যমে ক্রমতালিকায় আরও উন্নতি করার সুযোগ থাকছেন রোহিত শর্মার সামনে। 

বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে চার ইনিংসের মধ্যে দুটো শতরান হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হাঁকানাের নিরিখে রাহুল দ্রাবিড়কে টেক্কা দিয়ে দেবেন হিটম্য়ান। দুজনেরই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা ৪৮। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরির মালিক হবেন রোহিত। তাঁর আগে সচিন তেন্ডুলকর ১০০ ও বিরাট কোহলি ৮০টি সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম দুটো স্থান দখল করে বসে আছেন।

আরও দেখুন