A1 ও A2 দুধের বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা তুলল FSSAI

দেশের শীর্ষ খাদ্য় নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ এবার নিষেধাজ্ঞা তুলে নিল দুধের দুই প্রকারভেদ A1 ও A2 র বিজ্ঞাপনের ওপর থেকে। দুধ বা দুগ্ধজাত পণ্যের বিক্রি ও মার্কেটিং এর জন্য খাদ্য সম্পর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে দুধের দুই প্রকারভেদ, A1 ও A2 র বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল সংস্থা।

FSSAI, একটি নির্দেশে বলেছে, এই বিষয়ে যে প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে আরও পরামর্শ করার জন্য আগের অ্যাডভাইসারি অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে। এই অ্যাডভাইসারি এসেছিল গত ২১.০৮ ২০২৪ এ। সেই অ্যাডভাইসারিকেই সরিয়ে নিল সংস্থা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আরও কথা বলার পরই তারা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। খাদ্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফএসএসএআই ব্যাখ্যা করে জানিয়েছে, যে দুধে A1 এবং A2  যে ফারাক, সেটি প্রোটিন ও স্ট্রাকচারের পার্থক্যের সঙ্গে সম্পর্কিত।ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড রেগুলেশনস ২০১১-এ যেমন উল্লেখ করা হয়েছে A1 এবং A2 প্রকারের উপর ভিত্তি করে কোনো পার্থক্য স্বীকৃতি দেয়নি।

( হাওড়া ব্রিজে জলকামানের মুখে গেরুয়া পরিহিত বৃদ্ধের হাতে জাতীয় পতাকা! ‘প্রতিবাদের চূড়ান্ত প্রতীক’, পোস্ট মালব্যর)

অনেকে মনে করছেন, নির্দেশটি প্রত্যাহার করা হয়েছিল কারণ দুধ ব্যবসায়ী অপারেটরদের একটি অংশ আশঙ্কা করেছিল যে A1 এবং A2 এর অধীনে বিপণন নিষিদ্ধ করার সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল এবং এটি দেশীয় দুধ উৎপাদনকারীদের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।