অর্থ দফতরের সচিবকে সেচ দফতরে পাঠালেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব পদে কি বদল হবে?

মুখ্যসচিব বিপি গোপালিকার মেয়াদ শেষ হতে চলেছে। তাই সেখানে নতুন মুখ্যসচিব আসবেন। কে হবেন নতুন মুখ্যসচিব?‌ এই প্রশ্নে এখন জোর চর্চা শুরু হয়েছে নবান্নের অলিন্দে। সরকারি তরফে এখনও এই বিষয়ে কোনও নাম ঘোষণা করা হয়নি। তবে সিনিয়র আইএএস অফিসার তথা অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে তাঁকে সেচ দফতরে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেচ দফতরের মন্ত্রী এখন মানস ভুঁইয়া। তাঁর সঙ্গে কাজ করতে হবে মনোজ পন্থকে বলে সূত্রের খবর।

আর রাজ্যের নতুন অর্থ সচিব করা হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ এবং জলসম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন। তাঁকে কাজ করতে হবে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। রদবদল এটুকুতেই থেমে নেই। এতদিন অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব ছিলেন। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। তাঁকে এবার জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। ফলে মনোজ পন্থের দায়িত্ব কমল, আর রোশনি সেনের দায়িত্ব বাড়ল। তবে বড় পদোন্নতি হল প্রভাত কুমার মিশ্রর।

আরও পড়ুন:‌ আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে তপ্ত কলকাতা পুরসভা, স্লোগান তুলে ওয়াকআউট বিজেপির

মনোজ পন্থের গুরুত্ব কমে যাওয়া নিয়ে নানা কানাঘুষো কথা শোনা যাচ্ছে। প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকার সময় এই মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন। এমনকী পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এই অফিসার। তবে এই বিষয়ে মনোজ পন্থের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই রদবদলের নেপথ্যে কোনও বড় কারণ আছে বলেই নবান্ন সূত্রে খবর। সেটা পরে জানা যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত যে রদবদলের খবর মিলেছে সেটা চূড়ান্ত নয়। আরও কিছু বদল ঘটতে পারে। কারণ মুখ্যসচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ বাড়বে কিনা সেটা এখনও অনিশ্চয়তায় রয়েছে। তাঁর মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে চিঠি গিয়েছে। বিপি গোপালিকার মেয়াদ শেষ হয় ৩১ মে। লোকসভা নির্বাচনের কারণে তিন মাস এক্সটেনশন পেয়েছিলেন তিনি। সেই তিন মাসও শেষ হচ্ছে ৩১ অগস্ট। অর্থাৎ আগামীকাল শনিবার। সেই চিঠির জবাব কেন্দ্রের থেকে এখনও পর্যন্ত মেলেনি। আজ রাতের মধ্যে জবাব না এলে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।