যে কারণে দ্বিতীয় টেস্টে নেই শরিফুল

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ বোলিং করলেও দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই বাংলাদেশ খেলতে নেমেছে। পরে জানানো হয়েছে, গ্রোয়িন ইনজুরিতে পড়েছেন তিনি।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, গত সপ্তাহে প্রথম টেস্টের পরই গ্রোয়িন ইনজুরির কথা জানান শরিফুল। পরীক্ষায় সেই ইনজুরিও ধরা পড়ে। বায়েজিদ বলেছেন, ‘শরিফুলের এমআরআই করা হয়েছে। বাম অ্যাডাক্টরে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ১০ দিনের মতো সময় লাগে। শরিফুল এরই মধ্যে পুনর্বাসন শুরু করেছে।’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে অবদান ছিল পেসার শরিফুলের। ওই টেস্টে তিনি ৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও ১৪ বলে উপহার দেন গুরুত্বপূর্ণ ২২ রানের ইনিংস। তার বদলে দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ খেলছেন।

বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সফর। সেখানে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টিও খেলবে তারা।