Viral video of Rajat Dalal: ১৪৩ কিমিতে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কা, ‘কোনও ব্যাপারই নয়’, রোয়াব ইনফ্লুয়েন্সারের

রাস্তাঘাটে বিশেষত হাইওয়েতে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর ফলে প্রায়শই অ্যাক্সিডেন্টের কথা কানে আসে। আর এবার এমন একটি ঘটনা ঘটল, যা দেখে শিউরে উঠছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে প্রবল বেগে গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। আচমকাই পাশে বসে থাকা এক মহিলা বলেন যে গাড়ির জেরে কেউ একজন পড়ে গিয়েছেন। কিন্তু তাতে কোনও ভ্রূক্ষেপ করেননি চালকের আসনে বসে থাকা ব্যক্তি। বরং রীতিমতো বুক ফুলিয়ে বলতে থাকেন, ঠিক আছে। পড়ে গিয়েছে। কোনও ব্যাপারই নয়। চালকের আসনে যিনি বসেছিলেন, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজত দালাল বলে দাবি করা হয়েছে।

কে এই রজত দালাল?

রজত দালাল হলেন একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় বেশ ‘নামডাক’ রয়েছে তাঁর। যদিও অনেকের বক্তব্য, সুনামের থেকে বদনামই আছে বেশি। ১৮ বছরের এক ছাত্রকে অপহরণ এবং লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রজতকে। জুন মাসে জামিন পাওয়ার পর আরও একবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।

(আরও পড়ুন: ভালো ঘুমের জন্য কলা খান রোজ রাতে? আদৌ কতটা উপকার হয় জানেন?)

সম্প্রতি যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, হাইওয়েতে প্রবল বেগে গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। গাড়িতে কমপক্ষে আরও দু’জন ছিলেন। একজন মহিলা ছিলেন। ওই ব্যক্তি যেভাবে গাড়ি চালাচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল, যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু তাতে বিন্দুমাত্র রোয়াব কমেনি ওই ব্যক্তির। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৪৩ কিলোমিটার বেগে গাড়ি ছুটছিল।

বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ করে একটি বিকট শব্দ হয় এবং চালকের পাশে বসে থাকা মহিলা বলে ওঠেন, ‘স্যার, স্যার,স্যার, ওহ গির গেয়ে, অ্যায়েসে মাত কারো।’(উনি পড়ে গেলেন, দয়া করে এটি করবেন না।) জবাবে ওই ব্যক্তি অকপটে বলেন, ‘ওহ গির গেয়া কোই বাত নেহি, রোজ কা ইয়াহি কাম হ্যায় ম্যাম।’ (উনি পড়ে গেলেন এটা কোন বড় কথা নয়, এটা প্রতিদিনের ব্যাপার ম্যাম)।

তবে গোটা ঘটনাটি যে পিছনে বসে থাকা ব্যক্তি রেকর্ড করছেন, তা বুঝতে পারেননি চালক। ভিডিয়োর একেবারে শেষ মুহূর্তে দেখা যায়, চালক বুঝতে পেরেছেন তাঁর গোটা কর্মকাণ্ডটি রেকর্ড হয়ে গেছে ফোনে। 

(আরও পড়ুন: মাঝ আকাশে বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব, পারবেন এতটা সাহস দেখাতে?)

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে-সঙ্গে সেটি নজরে এসেছে জেলা প্রশাসন এবং ফরিদাবাদ পুলিশের। ইতিমধ্যেই ফরিদাবাদের ডেপুটি কমিশনার বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। শুধু তাই নয়, দিল্লির এক আইনজীবী রজত দালালের বিরুদ্ধে দিল্লি ট্র্যাফিক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ওভার স্পিডিং এবং হিট অ্যান্ড রানের স্পষ্ট ঘটনায় বিহ্বল হয়ে গেছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রজত। ভিডিয়োটি যে তাঁরই ছিল, তা স্বীকার করে নিয়েছেন। তিনি শুধু দাবি করেছেন যে ভিডিয়োটি পুরনো। তিনি এখন সেই বিতর্কিত জীবন পিছনে ফেলে এসেছেন।