সোনিয়া-রাহুলকে নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশি সাংবাদিক সহ দুজনের বিরুদ্ধে এফআইআর, কী ঘটেছে

বাংলাদেশের এক সাংবাদিকের বিরুদ্ধে ভারতীয় রাজনীতিবিদ কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র তথা বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের জেরে ওই বাংলাদেশের সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ওই বাংলাদেশের সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে দায়ের হয়েছে এই এফআইআর। শুধু ওই বাংলাদেশের সাংবাদিকই নন, তিনি ছাড়াও এক ভারতীয় মহিলার বিরুদ্ধেও এই একই অভিযোগে দায়ের হয়েছে এফআইআর।

বাংলাদেশের সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়েছে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশ স্টেশনে। এফআইআর দায়ের হয়েছে এক ভারতীয় মহিলার বিরুদ্ধেও। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সদস্য শ্রীনিবাস জি এই বাংলাদেশের সাংবাদিক ও এক ভারতীয় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নিয়ে একটি পোস্ট প্রথমে শেয়ার করেন সালাহউদ্দিন। তিনি সেই পোস্ট এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। তারপর সেই পোস্ট তাঁরই সংস্থার এপর কর্মী অদিতি শেয়ার করেন। উল্লেখ্য, এক ভারতীয় নিউজ পোর্টালের কর্মী অদিতি। বাংলাদেশের সাংবাদিকের সেই পোস্ট অদিতি শেয়ার করেন। এরপর সালাহউদ্দিন ও অদিতি দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। 

( Pakistan Mall Ransacked: ছিল বিশেষ ডিসকাউন্ট! পাকিস্তানে নতুন মল উদ্বোধনের দিন জনতা হুড়মুড়িয়ে ঢুকে চালাল ভাঙচুর, লুঠ)

( Men carrying Crocodile: কোলে কুমির নিয়ে স্কুটিতে সওয়ার যুবক! বন্যা বিপর্যস্ত গুজরাটে গায়ে কাঁটা দেওয়া দৃশ্য ভিডিয়ো-বন্দি)

কর্ণাটক কংগ্রেসের সদস্য শ্রীনিবাস জি-র দাবি, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই পোস্ট। যাতে দুই ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানো যায়, তার উদ্দেশ্য করেই এই পোস্টটি ছড়ানো হয়েছে বলে অভিযোগ। শ্রীনিবাস জিএর অভিযোগ, গান্ধী পরিবারের ভাবমূর্তি নষ্ট করার উদ্যোগে এই পোস্ট শেয়ার চলেছে। এদিকে, বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ধারার আওতায় এই এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও ন্যায়সংহিতার ৩৫৩ ধারার আওতাতেও অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্তে নেমেছেন তাঁরা। তদন্তের ভিত্তিতে বাকি পদক্ষেপ করা হবে।