Paris Paralympics 2024 Indian shuttler Nitesh Kumar wins gold medal in Badminton

প্যারিস: অলিম্পিক্সে আশা জাগিয়েও পদকের সামনে থেকে ফিরতে হয়েছিল লক্ষ্য সেনকে। প্রথমে সেমিফাইনালে, তারপর ব্রোঞ্জের ম্যাচে হেরে গিয়েছিলেন ভারতীয় সাটলার। প্যারালিম্পিক্সে সেই আক্ষেপ মিটিয়ে দিলেন ভারতের নীতেশ কুমার (Nitesh Kumar)। 

প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন ভারতীয় শাটলার। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংরেজ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে (Daniel Bethell) হারালেন নীতেশ। ২১-১৪, ১৮-২১ ও ২৩-২১ গেমে রুদ্ধশ্বাস ম্যাচে জিতলেন নীতেশ। সেই সঙ্গে সোনার পদক জয়ও নিশ্চিত করলেন।

প্যারিস প্যারালিম্পিক্সে সোমবার ভারতের দিনটি ভাল কাটছে। দিনের শুরুতেই ডিসকাস থ্রোয়ে রুপো জেতেন যোগেশ কাঠুনিয়া। পরপর দুই প্যারালিম্পিক গেমেস রুপো জেতেন যোগেশ।

 

বিকেলে ব্য়াডমিন্টনে সোনার পদক জিতলেন নীতেশ। প্রথম গেমে একটা সময় পর্যন্ত দুই প্রতিপক্ষের সেয়ানে সেয়ানে টক্কর হয়। ১১-৯ পয়েন্টে এগিয়ে ছিলেন ভারতের শাটলার। তবে এরপরই ব্যবধান বাড়ান তিনি। ২১-১৪ পয়েন্টে প্রথম গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে জিতলেই সোনার পদক নিশ্চিত হয়ে যেত নীতেশের। 

তবে দ্বিতীয় গেমে পাল্টা লড়াই শুরু গ্রেট ব্রিটেনের শাটলার ড্যানিয়েল বেথেলের। দ্বিতীয় গেমে একটা সময় ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিলেন নীতেশ। তবে সেই গেমটি ২১-১৮ পয়েন্টে জিতে নেন বেথেল। ম্যাচ গড়ায় তৃতীয় গেমে। তৃতীয় গেমেই ম্যাচের ফয়সালা হবে, তা নির্ধারিত হয়ে যায় বেথেল দ্বিতীয় গেম জিতে ১-১ করে দেওয়ায়।   

 

তবে তৃতীয় গেমের শেষে হাসি ভারতীয় শাটলারের মুখেই। ২৩-২১ ব্যবধানে তৃতীয় গেম ও ম্যাচ জিতে নেন নীতেশ। সব মিলিয়ে ম্যাচটি চলে ৭৯ মিনিট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জিতে প্যারিসের বুকে ভারতের তেরঙ্গা ওড়ালেন নীতেশ।

আরও পড়ুন: প্রয়াত বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী, মন খারাপের খবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা

আরও দেখুন