আকিকা অনুষ্ঠানের খাবারকে কেন্দ্র করে পুলিশসহ দুজনকে কুপিয়ে জখম

মাদারীপুরের শিবচরে আকিকা অনুষ্ঠানের খাবার নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এক পুলিশসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন ওই এলাকার খলিল মাস্টারের ছেলে পুলিশ সদস্য পলাশ (৩৬) এবং একই এলাকার চাঁন মিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে পুলিশ সদস্য পলাশের ছেলের আকিকা অনুষ্ঠান হয়। প্রতিবেশী হাদিস খালাশী, তার ছেলে শাহ আলম ও রফিকুল ইসলাম অনুষ্ঠানে মেহমানদারি করেন। অনুষ্ঠানের শেষের দিকে হাদিস খালাশী না খেয়ে বাড়িতে চলে যান।

রবিবার দুপুরে এ নিয়ে রফিকুলের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। বিষয়টি হাদিস খালাশীকে জানান রফিকুল। সোমবার রাতে পলাশ ও প্রতিবেশী আসিফ বাড়ির পাশের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হাদিস খালাশী, তার দুই ছেলে ও জামাতা আসিফ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা। এসময় দুজনকে কুপিয়ে জখম করেন তারা। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ‘রাতে তাদের গুরুতর আহত অবস্থায় এখানে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে রক্ত থামানো যাচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’