BJP MLA Nitesh Rane: ‘মসজিদে ঢুকে মারব’, মহারাষ্ট্রে বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র সমালোচনা করল দল

ামসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলার হুমকি দিয়েছিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে। রবিবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। এনিয়ে সরব হয় বিরোধীরা। তাদের অভিযোগ ছিল, বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হতেই রানের মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে রাখল বিজেপি।   দলের মুখপাত্র তুহিন সিনহা বিজেপি বিধায়কের সমালোচনা করেছেন।

আরও পড়ুন: হিমন্তকে ‘যোগীর চাইনিজ ভার্সান’ কটাক্ষ তেজস্বীর! পাল্টা লালু-পুত্রকে তোপ BJPর

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুহিন সিনহা বলেন, ‘দলে এই ধরনের মন্তব্যের কোনও স্থান নেই এবং কোনও রাজনীতিবিদের কখনই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।’ প্রসঙ্গত, বিজেপি বিধায়কের এই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। সে প্রসঙ্গও উল্লেখ করেন দলের মুখপাত্র। একইসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করেছেন তুহিন সিনহা। তিনি বলেছেন, হিন্দুদের ওপর যখন অত্যাচার নেমে আসে তখন কংগ্রেস চুপ করে থাকে। বিজেপি মুখপাত্র প্রশ্ন তুলেছেন, তেলeঙ্গানার বর্তমান কংগ্রেস বিধায়ক রাশেদ খান ও ফিরোজ খান হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য ওয়াসিম রিজভির মাথার জন্য যথাক্রমে ৫০ লাখ এবং ২৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাদের কি অপসারণ করা হয়েছিল? একইসঙ্গে, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে মওলানা তৌকীর রাজা  হিন্দুদের নিশ্চিহ্ন করে দেবেন বলে বিবৃতি দিয়েছেন। অথচ তারপরেও কংগ্রেস তাঁর সঙ্গে জোট করে। 

কী বলেছেন নীতেশ রানে?

রবিবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রামগিরি মহারাজের সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে নীতেশ রানে বলেছিলেন, ‘মহারাজের কোনও ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব।’ প্রসঙ্গত, ইসলাম এবং নবী হযরত মহম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য গত মাস থেকেই নিজেই সংবাদের শিরোনামে থেকেছেন মহারাজ।

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে তাঁর বিরুদ্ধে।একজন আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের ছেলে নীতেশের ধর্ম নিয়ে বিতর্ক নতুন নয়। এই বছরের শুরুতে মুম্বইয়ের মালভানি, মানখুর্দ এবং ঘাটকোপার এলাকায় ঘৃণাসূচক বক্তব্য দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ছেলের বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় নারায়ণ রানে বলেছিলেন, ‘কোন ধর্মকে টেনে আনার দরকার নেই। সব মুসলমানই এর জন্য দোষী নয়। তাই পুরো সম্প্রদায়কে টেনে আনার কোনও প্রয়োজন নেই।’

মিমের মুখপাত্র ওয়ারিস পাঠান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবি জানান। শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতও নীতেশ রানের মন্তব্যের জন্য বিজেপির নিন্দা করেছেন। অভিযোগ করেছেন, বিজেপি বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে।