Teacher’s day: শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান? পাঠিয়ে দিন নজরকাড়া কিছু শুভেচ্ছা বার্তা

শিক্ষক দিবস, বাবা মা দিবসের মতোই এটি এমন একটি দিবস যেখানে আপনি আপনার জীবনের পরম গুরুকে ধন্যবাদ জানাতে পারেন। যে মানুষগুলি আপনার জীবনে সব থেকে বড় ভূমিকা পালন করেন, এই দিনটি শুধুমাত্র তাঁদেরই জন্য। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন ৫ সেপ্টেম্বরের আগেই। কী পাঠাবেন? দেখুন।

শিক্ষক দিবস উপলক্ষে কার্ড, চকলেট অথবা ফুল দিয়ে শিক্ষকদের সম্মান জানাতে পারেন আপনি। এছাড়াও হোয়াটস অ্যাপ মেসেজ অথবা কার্ডে শুভেচ্ছা বার্তা লিখেও পাঠাতে পারেন আপনি। এখনও যদি না জেনে থাকেন, কী শুভেচ্ছা বার্তা পাঠাবেন আপনি তাহলে দেখে নিন বেশ কিছু ইউনিক শুভেচ্ছা বার্তা।

১) পরম গুরু তিনি, যিনি সবসময় সঠিক পথ দেখান। আপনাকে এবং আপনার মত গুরুদেব জানাই শুভেচ্ছা বার্তা শিক্ষক দিবসের।

(আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে করিনা, ৪০ পেরিয়েও বারবার মন জিতছেন কোন অভিনেত্রীরা?)

২) আজ বুঝি আপনার বকা ঝকা কত জরুরী ছিল আমাদের জীবনে, জীবনের চলার পথে এই ভাবেই সব সময় শাসন করবেন আমাদের। শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই।

৩) যে কোনও ভাষা, যে কোনও ধর্ম হোক না কেন, গুরুই হয় শেষ কথা। গুরু দিবস অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

৪) শিক্ষক দিবস উপলক্ষে শুধু বাবা মা কেন, সমস্ত গুরুদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।

৫) শিক্ষক দিবসের দিন আরও একবার মনে পড়ে যায় পুরনো সমস্ত কথা, সারা জীবন আপনার আশীর্বাদ এইভাবেই যেন সঙ্গে থাকে আমাদের। আপনাকে জানাই শুভেচ্ছা বার্তা শিক্ষক দিবসের।

(আরও পড়ুন: কেন রাধাকৃষ্ণনের জন্মদিনেই পালন করা হয় টিচার্স ডে? জানুন আসল কারণ)

৬) ছোট থেকে যেভাবে আগলে রেখেছেন, সেই ভাবেই জানে সব সময় সঠিক পথ দেখান, এই কামনাই করি। আপনাকে জানাই গুরু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

৭) একলব্য বা আরুনির মত যেন সারা জীবন আপনার আদেশ মান্য করতে পারি, আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।