Jose Ramirez Barreto Douglas inaugurate football academy in Kidderpore

সৌমিত্র রায়, কলকাতা: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর খিদিরপুরের (Kidderpore) সেন্ট থমাস স্কুলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হল বিশপ ক্যানিং- আর্টেজ স্পোর্টস অ্যাকাডেমির। এই অনুষ্ঠানে বিশপ ক্যানিং ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার হোসে র‍্যামিরেজ় ব্যারেটো (Jose Ramirez Barreto), ডগলাস (Douglas)। গ্রামগঞ্জ থেকে তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাঁদের সঠিক প্রশিক্ষণ দেওয়াই লক্ষ্য।

দুই কিংবদন্তি ফুটবলারের পাশাপাশি এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কলকাতা পুরসভার মেয়র পরিষদ (ক্রীড়া) দেবাশিস কুমার, বিশিষ্ট শিল্পপতি সুরেশ শেঠিয়া, ইস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ অফিসার কৌশিক মিত্র, খিদিরপুর সেন্ট থমাস স্কুলের প্রিন্সিপাল সুমন বিশ্বাস প্রমুখ। আর্টেজ স্পোর্টসের তরফ থেকে মঞ্চে ছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এই অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হলেন কলকাতার দুই প্রধানের হয়ে খেলা ডগলাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সবুজ মেরুনের হয়ে একসময় ময়দান মাতানো ব্যারেটোর গলায় কিন্তু ডগলাসের ভূয়সী প্রশংসাই শোনা গেল। তিনি বলেন, ‘কলকাতা এলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। বৃহস্পতিবার শিক্ষক দিবস। ডগলাস কিন্তু খুব ভালো শিক্ষক। খেলোয়াড়ি জীবনে দেখেছি জুনিয়দের দারুণভাবে গাইড করত ও। ওর তত্ত্বাবধানে নিশ্চয়ই নবীন প্রতিভা উঠে আসবে।’

অপরদিকে, নিজের নতুন ভূমিকা নিয়ে উচ্ছ্বাস ধরা পড়ল ডগলাসের গলাতেও। ডগলাস বলছেন, ‘ফুটবলের জন্য কাজ করার এটাই বোধ হয় সেরা সুযোগ। এর আগে আমি মোহনবাগানের দুর্গাপুর অ্যাকাডেমিতে কোচ হিসেবে কাজ করেছি। দীপক টাংরি তখন মোহনবাগানের অ্যাকাডেমিতে ছিল। ঈশ্বর চেয়েছেন বলেই আবার কলকাতায় ফিরতে পারলাম।’ ফুটবলে কিক মেরে এই অ্যাকাডেমির শুভ উদ্বোধন করতে দেখা যায় ব্যারেটো, ডগলাসদের।

 

অ্যাকাডেমির উদ্বোধন করলেন ময়দানের অতিপরিচিত দুই প্রাক্তনী

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়দীপ মুথোপাধ্যায় বলেন, ‘তিন, চার মাস অপেক্ষা করুন। এই অ্যাকাডেমির সুফল বাংলার ফুটবল পাবেই।’ শুধু স্কুলের ছাত্ররা নয়, এই অ্যাকাডেমির মাধ্যমে যে সব জায়গা থেকে প্রতিভা তুলে আনাই লক্ষ্য, তা স্পষ্ট করে দেন বিশপ ক্যানিং। তিনি জানিয়েছেন, ‘এই অ্যাকাডেমি অদূর ভবিষ্যতে শুধু স্কুলের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের গ্রাম-গঞ্জ থেকে চয়ন করে আমরা এই অ্যাকাডেমিতে নিয়ে আসব।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হন ব্যারেটো সহ উপস্থিত অতিথিরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘উচ্চপদস্থ কাউকে বাঁচানোর চেষ্টা চলছে’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন দীপু ঘোষ 

আরও দেখুন