Viral: মোমো এবং ডিম সামের মধ্যে পার্থক্য কী? মজার উত্তর দিয়ে ভাইরাল দিল্লির ব্যক্তি

দেখতে অনেকটা মোমোর মতোই। কিন্তু একেবারেই মোমো নয়। মোমো একটি সরু ও চ্যাপ্টা আকৃতির। আর ডিম সাম খানিকটা মোদকের মতো দেখতে। স্বাদও যে এমন কিছু আলাদা তা নয়। কিন্তু এই দুই খাবার আলাদা। কিন্তু কেন আলাদা? এই প্রশ্নটাই উঠেছিল সম্প্রতি। তারই একটা মজার উত্তর পাওয়া গেল এবার।

আরও পড়ুন: (Viral video: ৪৮ লাখ টাকার রোবট কুকুর কিনে বিরাট বিপদ! ভিডিয়ো দেখে চমকে যাবেন)

মোমো ও ডিম সামের মধ্যে পার্থক্য কোথায়

ডিম সাম নাম বলে যে খাবারটি ডিম দিয়ে তৈরি, তা কিন্তু একেবারেই নয়। বাইরের প্রলেপ কেটে ভিতরে গিয়ে চিকেন বা সবজির স্বাদই পাবেন, মোমোর মতোই। তাই এই বিষয়টিই না বুঝে সম্প্রতি, এক ব্যক্তি তাঁর দিল্লির বন্ধুকে মোমো ও ডিম সামের মধ্যে বড়সড় পার্থক্যটা জিজ্ঞাসা করে বসেন। এর উত্তরে ওই ব্যক্তি যা উত্তর পেলেন, তা জেনেই অবাক হয়ে গেলেন নেটিজেনরা। হাসি চেপে রাখা এখন চাপের ব্যাপার।

আরও পড়ুন: (More efficient Treatment for TB: যক্ষা রোগের চিকিৎসায় নতুন দিশা, আরও কার্যকর ওষুধ নিয়ে এল কেন্দ্র)

হোয়াটসঅ্যাপ-এই এই নিয়ে কথা বলছিলেন দুই বন্ধু। সেই স্ক্রিনশটটি এখন ভাইরাল। ক্যাপশনে লেখা, ‘আমি ঠিক তো?’ মোমো এবং ডিম সামসের মধ্যে পার্থক্য কী, এ প্রসঙ্গে এক্স ইউজার ঋষভ কৌশিকের উত্তর যে, পার্থক্য একটাই। কোন খাবারটি কীভাবে পরিবেশন করা হয়, সেটাই দেখতে হবে। যদি সেগুলো কোনও বাঁশের বাক্সে ভরে পরিবেশন করা হয়, তাহলে তা হল ডিম সামস , কিন্তু যদি খাবারগুলো একটি প্লেটে থাকে তবে তা মোমো। ১ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছিল এটি। এবং তারপর থেকে ভাইরাল পোস্টটি লক্ষাধিক ভিউ এবং ৭১ টি মন্তব্য সংগ্রহ করেছে।

কী বলছেন নেটিজেনরা

পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকে এক্স ব্যবহারকারীরা নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ আবার নিজেদের মনের মতো করে মোমো ও ডিম সামের মধ্যে পার্থক্য ভেবে নিয়েছেন। একজন লিখেছেন, দু’টো খাবারের দাম সম্পূর্ণ আলাদা। আবার অন্যজনের দাবি, খাবার দু’টোর আকৃতিই, তাদের একে অপরের থেকে আলাদা করে। ভাইরাল পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন এক্স ব্যবহারকারী, আবার দুই খাবারের দামও উল্লেখ করে দিয়েছেন, ‘মোমোর দাম ৫০ টাকা। ডিম সাম, একটি শৌখিন খাবার, তাই এর দাম মোমোর থেকে ঢের বেশি। ৪৫০ টাকা বলা যেতে পারে।’ আরও একজন নেটিজেনের মজার উত্তর, ডিম সাম হল মোমোর ভাইবোন, ওরা চিনে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিল।