IPL 2025 Gujarat Titans larger than life art Installation to celebrate Shubman Gill’s 25th Birthday 

আমদাবাদ: শুভমন গিল (Shubman Gill)। ৮ সেপ্টেম্বর, রবিবার ২৫ বছর পূর্ণ করছেন ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয়। আর বিশেষ এই দিনে বিশেষ এক চমকের ব্যবস্থা করা হয়েছে বার্থ ডে বয়ের জন্য। করেছে আইপিএলে তাঁর দল গুজরাত টাইটান্স (Gujarat Titans)।

রবিবার আমদাবাদের গোটায় বক্স পার্কে শুভমনের একটি শৈল্পিক প্রতিমূর্তি উদ্বোধন করা হবে। তবে সেটি ঠিক কী, অর্থাৎ শুভমনের কোনও ছবি নাকি তাঁর মূর্তি, বা ম্যুরাল কি না,. তা স্পষ্ট করে বলা হয়নি আইপিএলে তাঁর দল গুজরাত টাইটান্সের তরফে।

গুজরাত টাইটান্স একটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার, ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আমদাবাদের গোটায় বক্স পার্কে একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সেখানেই একটি শিল্পকর্ম শুভমনকে উৎসর্গ করা হবে। তাঁর ২৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে। ভক্ত, সমর্থক, ক্রিকেটপ্রেমীরা সশরীরে হাজির থেকে সেই মুহূর্ত উপভোগ করতে পারবেন।

পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করছে গুজরাত টাইটান্স। সেখানে ভক্তদের জন্য থাকছে উপহার। পাশাপাশি পার্কের একটি দেওয়ালে ভক্তরা শুভমনের জন্য শুভেচ্ছাবার্তা লিখে রাখতে পারবেন। শিল্পকর্মটি এক সপ্তাহ সকলের দেখার জন্য সেই পার্কেই রাখা থাকবে বলে জানিয়েছে গুজরাত টাইটান্স।

সেই ঘোষণার সঙ্গে সঙ্গে আরও একটি ইঙ্গিতও দিয়ে রাখল গুজরাত। আর সেটা হল, পরের আইপিএলে তাদের নেতৃত্বের গুরুদায়িত্ব কার কাঁধে থাকবে। যা ইঙ্গিত, শুভমনই পরের আইপিএলেও গুজরাত টাইটান্সের নেতৃত্ব দেবেন।

গত আইপিএলের আগে হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্স ছেড়ে যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। অধিনায়ক হিসাবে গুজরাত টাইটান্সকে প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। তারপরি তাঁর পুরনো দল মুম্বইয়ে ফেরা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব নেন শুভমন। অন্যদিকে গুজরাত তাদের দলের অধিনায়ক করে শুভমনকে। পরের আইপিএলেও তাঁকে যে রিটেন করা হচ্ছেই, তা এক প্রকার নিশ্চিতই করে দিয়েছে গুজরাত। যদিও রিটেনশন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কী নিয়ম করে সেটা দেখার অপেক্ষায় দশ দলই।                            

আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল

 

আরও দেখুন