ভারত সিরিজের আগে বাংলাদেশের দুর্ভাবনা কোথায়?

পাকিস্তান সিরিজে বাংলাদেশ খেলেছে কোকাবুরা বলে। লাল বলে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের সামনে ভারত সিরিজের আগে কঠিন বাস্তবতা হচ্ছে এই বল! বাংলাদেশসহ অন্য দেশগুলো সাধারণত কোকাবুরা বল দিয়ে খেলেই অভ্যস্ত। ভারত কেবল এসজি বলে খেলে থাকে। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এই বলেই খেলতে হবে শান্ত-লিটনদের। এসজি বলে মানিয়ে নেওয়াই হচ্ছে বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ব্যাটার লিটন দাসও সেটি মনে করেন।

মঙ্গলবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে লিটন দাস বলেছেন, ‘ভারত সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রস্তুতি বলতে যতটুকু পারছি আমাদের মূল বোলারদেরই ফেইস করছি। কিছুটা চ্যালেঞ্জ তো আছেই। কারণ, কোকাবুরা বলের নতুন বলটা খেলা কঠিন, পুরাতন বলটা খেলা সহজ। তবে এসজি বলে নতুন বলটা একটু সহজ, পুরাতন বল খেলা কঠিন। এসব কিছু আমাদের মানিয়ে নিতে হবে।’

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভারত সিরিজের আগে সেসব আলোচনা দূরে সরিয়ে রাখার অনুরোধ করলেন লিটন, ‘অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু হেল্প করতে হবে, যে যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুবই ভালো হবে। সামনে যেই সিরিজটা আসছে সেটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ। খেলোয়াড় হিসেবে আমার কাছে সেটা অতীত হয়ে গেছে সামনে যাওয়ার জন্য। আপনারা জানেন ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও পরিবর্তন হচ্ছে। এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।’

যদিও পাকিস্তানের সাফল্য পুরো দলকে অনুপ্রাণিত করছে বলে জানালেন লিটন, ‘আমার কাছে মনে হয় যে, ওটা মোটিভেটই করে। আপনি ভালো খেললে আপনার ফেইম হবে, দুইটা মানুষ চিনবে। এর থেকে বড় পাওয়া তো কিছু হতে পারে না। ভারত অনেক বড় একটা দল। টেস্ট ক্রিকেটে আমরা অনেক ভালো করছি। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ একজন খেলোয়াড়ের জন্য। আর ভালো খেললে বাহবা তো পাবেই।’