watch team india with captain Rohit sharma Virat Kohli arrives in Chennai for india vs bangladesh first test

চেন্নাই: আর সপ্তাহখানেকও বাকি নেই। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশের (India vs Bangladesh) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের প্রথম টেস্ট খেলতে চেন্নাইতে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেট দলের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। 

গতকাল রাতেই ভারতীয় দল চেন্নাইতে পৌঁছয়। যশপ্রীত বুমরা, ঋষভ পন্থদের বিমানবন্দর থেকে টিমবাসে উঠতে দেখা যায়। এই সিরিজ়ের মাধ্যমেই টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে জাতীয় দলে তাঁর কামব্যাক করলেও, এই সিরিজ়েই তাঁর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক ঘটছে। অপরদিকে, প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বিরাট কোহলিও। বিমানবন্দরে তাঁকে দেখা মাত্রই ভারতীয় মহাতারকাকে ফ্রেমবন্দি করতে শুরু করেন সেখানে উপস্থিত জনগণ। খবর অনুযায়ী বিরাট ভোর চারটে নাগাদ লন্ডন থেকে সরাসরি চেন্নাইয়ে পৌঁছন।

 

‘কিং কোহলি’ ভারতের গত টেস্ট সিরিজ়ে খেলেননি। দ্বিতীয় সন্তানের জন্মানোর জন্য স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ়ে খেলেননি তিনি। তবে অল্প সময়ের মধ্যেই পরপর টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। কোহলির রেকর্ড কিন্তু চিপকের ময়দানে এক কথায় দুরন্ত। টেস্ট ক্রিকেটে চিপকে চার টেস্টে মোট ছয়টি ইনিংস খেলেছেন এবং ২৬৭ রান সংগ্রহ করেছেন। কোহলি এই মাঠে একটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। 

অপরদিকে, রোহিত শর্মা বিশ্বজয়ের পর শুরুটা খানিকটা হতাশাজনকভাবেই করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় হারে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে সেই হতাশাকে পিছনে ফেলে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হবেন তিনি। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনও দলের থেকে আলাদাভাবেই চেন্নাইয়ে পৌঁছন।

 

 

আরও পড়ুন: পাকিস্তান সিরিজ় অতীত, ভারতের সফরের আগে কী বললেন বাংলাদেশ তারকা লিটন দাস? 

আরও দেখুন