Prithi Narayanan wife of R Ashwin wishes good luck to ace spinner for home Test in Chennai IND vs BAN

চেন্নাই: দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত (IND vs BAN)। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। যে ম্যাচ আর অশ্বিনের (Ravichandran Ashwin) কাছে ‘স্পেশ্যাল’। কেন? কারণ, তামিলনাড়ুর অফস্পিনার খেলতে নামবেন ঘরের মাঠে।

আর সেই টেস্টের আগে অশ্বিনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন অর্ধাঙ্গিনী প্রীতি অশ্বিন (Prithi Narayanan)। চেন্নাইয়ে শুরু হয়ে গিয়েছে ভারতের প্রস্তুতি। শুক্রবার জাতীয় দলের জার্সি পরা অশ্বিনের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে প্রীতি লেখেন, ‘চেন্নাই, টেস্ট ম্যাচের অনুভূতি ফিরছে, তাই না?’

এম চিদম্বরম (M Chidambaram Stadium) স্টেডিয়ামে ভারতের প্র্যাক্টিসে হাসি মুখেই দেখা গিয়েছে অশ্বিনকে। প্রীাতি যে ছবি দিয়েছেন, তাতে অফস্পিনারকে দেখা গিয়েছে নিজেরই একাধিক জার্সির সামনে দাঁড়িয়ে থাকতে।

চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অশ্বিনের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেটপ্রেমীদের সকলেই। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ১৩ সেপ্টেম্বর, শুক্রবার ভারতীয় দল চেন্নাইয়ে জড়ো হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। চেন্নাইয়ে এটা হবে অশ্বিনের পঞ্চম টেস্ট। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই মাঠে ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন। ২৩.৬০ গড়ে সেই চার টেস্টে ৩০টি উইকেটও নিয়েছেন তারকা অফস্পিনার। ১০৩ রানে ৭ উইকেট এই মাঠে অশ্বিনের সেরা বোলিং ফিগার।

গত আইপিএল থেকেই ছন্দে রয়েছেন অশ্বিন। রাজস্থান রয়্যালসের হয়ে গত আইপিএলে ১৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নও হয়েছে তাঁর দল।

 

তবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজই ছিল অশ্বিনের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ। ধর্মশালায় নিজের একশোতম টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। সেই সিরিজেই অনিল কুম্বলেকে পেরিয়ে যান অশ্বিন। তিনিই এখন টেস্টে ভারতের সবচেয়ে বেশি উইকেটের মালিক। 

আরও দেখুন