India vs South Korea hockey Asian champions trophy 2024 semi final india wins by 4-1 goal

বেজিং: এশিয়ান হকি চ্যাম্পয়ন্স ট্রফিতে (Asian Hockey Champions Trophy) সেমিতে দুরন্ত জয় ভারতের। দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে ৪-১ গোলে হারিয়ে দিলেন হরমনপ্রীতরা। প্রায় একতরফা লড়াইয়েই জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। ফাইনালে আয়োজক চিনের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় হকি দল। জোড়া গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ। একটি করে গোল করেন উত্তম সিংহ ও জারমনপ্রীত সিংহ। আগামী মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবে ভারতীয় হকি দল।

এদিন খেলার শুরু থেকেই আধিপত্য দেখাচ্ছিল ভারতীয় হকি দল। খেলার ১৩ মিনিটের মাথায় প্রথমে গোল করে ভারতকে এগিয়ে দেন উত্তম সিংহ। প্রথম কোয়ার্টারে অসাধারণ একটি ফিল্ড গোলে টিম ইন্ডিয়াকে এগিয়ে দেন তিনি। এরপরই কিছুক্ষণের মধ্যেই ফের ভারত ব্যবধান বাড়িয়ে নেয়। ১৯ মিনিটের মাথায় এবার গোল করেন ভারতীয় হকি দলের অধনায়ক হরমনপ্রীত সিংহ। তিনি পেনাল্টি কর্নার থেকে গোল করেন। খেলার তৃতীয় কোয়ার্টার ৩২ মিনিটের মাথায় ফের গােল করে ভারতীয় হকি দল। এবার দলের হয়ে গোল করেন জারমনপ্রীত সিংহ। তিনি সুমিতের থেকে পাস নিয়ে গোল করেন। তবে পরের মিনিটেই ব্যবধান কমিয়ে দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইয়াং জিহুন। সেই কোয়ার্টারে ভারত আর গোল করতে পারেনি। ৩-০ ব্যবধানে সেই সময় এগিয়ে ছিল তারা।  


চতুর্থ কোয়ার্টারে একেবারে শেষে ফের একটি পেনাল্টি কর্নার পায় ভারত। নিজের দ্বিতীয় ও দেশের চতু্র্থ গোল করতে কোনও ভুল করেননি হরমনপ্রীত। 

আরও দেখুন